ইংরেজি অভিবাদন English Greetings (Spoken English)

ইংরেজি অভিবাদন English Greetings

 তাহলে আমরা প্রথম দিনের কোর্সটা অভিবাদন দিয়েই আরম্ভ করি। সাক্ষাৎ হলে হিন্দুরা নমস্কার কেমন আছেন মুসলমানরা আসসালামু আলাইকুম ও শিখেরা সৎশ্রী অকাল ইত্যাদি বলে সম্ভাষণ করেন। ইংরেজি ও বাংলায় সম্ভাষণেের প্রভেদ এই যে বাংলাতে এগুলোর রূপ দিনে বা রাতে কোন সময়়েই বদলায় না, আর ইংরেজিতে সকাল, সন্ধ্যা, রাত্রি ইত্যাদি সময়ে সম্ভাষণ করার রূপ বদলে যায়।

সাধারণ কথাবার্তায় সম্ভাষণের রূপ

ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত:

১. সুপ্রভাত দাদামশায়! good morning grand'pa (গুড মর্নিং গ্রান্ডপা) 

২. সুপ্রভাত বাবা! good morning, dad (গুড্ মর্নিং ড্যাড্) 

৩. সুপ্রভাত! good morning my son ( গুড্ মর্নিং মাই সন) 

বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত :

৪. নমস্কার, দিদিমা! good afternoon, grand'ma (গুড আফটারনুন গ্রান্ডমা) 

৫. নমস্কার মা! good aftrnoon mummy (গুড আফটারনুন মাম্মি)

৬. বেঁচে থাকো গো মেয়ে! good afternoon my daughter (গুড আফটারনুন মাই ডটার) 

বিকেল পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত

৭. কাকা নমস্কার  good evening uncle ( গুড ইভিনিং আংকেল) 

৮. কাকীমা নমস্কার  good evening aunty (গুড ইভিনিং আন্টি) 

৯. ভালোই আছি সোনামণি good evening my child (গুড ইভিনিং মাই চাইল্ড) 

রাত্রে বিদায় নেওয়ার সময় :

১০. শুভ রাত্রি। good night (গুড নাইট) 

১১. সুখে নিদ্রা যাও। sweet dreams darling (সুইট ড্রিমস ডার্লিং) 

দিনে রাতে যে কোনো সময়ে 

১২. আজকের মত তাহলে আসি, স্যার। good day to you, sir (গুড ডে টু ইউ স্যার) 

যাওয়ার সময়

১৩. যাই ভাই বাচ্চারা!  good bye children (গুড বাই চিলড্রেন) 

১৪. বিদায় bye, bye (বাই বাই) 

১৫. বিদায়, প্রিয়ে।  farewell, my love (ফেয়ারয়েল মাই লাভ) 

১৬. আচ্ছা, আবার দেখা হবে। hope to see you again/so long (হোপ টু সি ইউ এগেন / সো লং) 

 স্মরণীয় 

১. প্রত্যেক দেশের সভ্যতা ও আদর-আপ্যায়ণ করার নিয়ম ভিন্ন ভিন্ন হয়। বাংলাতে সম্মান দেখানোর জন্য নামের পরে 'বাবু' 'মহাশয়' ইত্যাদি বলা বা লেখা হয়। ইংরেজিতে কিন্তু সেরকম কিছু হয় না। যেমন- কেদারবাবু এসেছেন ----Mr. Kedar has come (মিস্টার কেদার হ্যাজ কাম্)

২. বাংলাতে মধ্যম পুরুষের প্রকারভেদ হয় যেমন - তুমি, তুই, ও সম্মান দেখানোর জন্য আপনি। কিন্তু ইংরেজিতে সকলের জন্য You (ইউ) ব্যবহার করা হয়। যেমন - 

কি চাই আপনার - What do you want. (হোয়াট ডু ইউ ওয়াণ্ট) 

বাংলাতে যেমন 'সে' না বলে 'আপনি' বলা হয়, ইংরেজিতে হয় না। উদাহরণ স্বরূপ - উনি রাত্রে হয়ত আসতে পারেন - He may come at night (হি মে কাম এ্যাট নাইট) 

১. Grandfather এর সংক্ষিপ্ত রূপ Grand'pa

২. Father এর পরিবর্তে Dad বা daddy প্রচলিত। 

৩. Grandmother সংক্ষিপ্ত রূপ Grand'ma। 

৪. Mother এর ক্ষেত্রে Mummy শব্দের প্রয়োগ হয়।


1. যদি আপনার কারও কাছ থেকে একটা কলম নেওয়ার দরকার হয় বা আপনি এক গ্লাস জল চাইলেন, অথবা কাউকে জিজ্ঞেস করলেন কটা বেজেছে, কিংবা কোন প্রশ্নের উত্তরে 'হ্যাঁ' বলেন, তবে please কথাটা বলতে ভুলবেন না যেন। অন্য কোনো শব্দ না ব্যবহার করে কেবলমাত্র please বললেও চলবে। আপনার মনের ভাব লোকে সহজেই বুঝতে পারবে। অপর পক্ষে please না বললে অভদ্রতা প্রকাশ করা হবে।

আমারা সাধারণত বলি- 

a) আপনার কলমটা একটু দিন তো?

b) এক গ্লাস জল খাব।

c) কটা বাজে?

d) ঠিক আছে খেয়ে নেব

কিন্তু যদি আপনি এই বাক্যগুলো হুবহু অনুবাদ করে বলেন যে- 

                       a) Give me your pen.

                       b) Give me a glass of water.

                       c) What is the time?

                       d) Yes, I will drink.

তাহলে ইংরেজরা সহজেই জেনে যাবে যে আপনি হয়তো অভদ্র, বা কোন বিদেশী যে ইংরেজদের আদব-কায়দা জানে না আপনার সম্বন্ধে ওদের বিরূপ ধারণা হবে না যদি আপনি উপরিক্ত বাক্যগুলো বদলে  বলবেন-

                            a) Your pen, please

                            b) A glass of water, please

                            c) Time,please

অথবা আপনি এও বলতে পারেন -

                  a) May I have your pen, please

                  b) Give me a glass of water, please

                  c) What is the time, please

2. যদি কেউ আপনার জন্য নিতান্ত সামান্য একটা কাজও করে দেয়,যেমন কটা বেজেছে বলা বা বাড়ির ঠিকানা জানিয়ে দেওয়া,তবে তাকে থ্যাংক ইউ (Thank you)বলতে ভুলবেন না । আপনি থ্যাংকস (Thanks) ও বলতে পারেন। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ করা এতেও যথেষ্ট বলে মনে না হয়, তবে বলতে পারেন-

                 (a) Many, many thanks বা

                  (b) Thank you very much

3. যদি কেউ আপনাকে কিছু দিতে চায় আর আপনি তা নিতে অনিচ্ছুক হন,তবে বাংলার মত বলবেন না যেন আমার চাইনা। (I don't want ) । বলুন No thanks। 

4. আপনি কারও সামান্য কাজ করে দিলেন আর সেই ব্যক্তি আপনাকে বললেন থ্যাংক ইউ (Thank you)।এখানে কিন্তু সব শেষ হলো না। আপনি চুপ করে থাকলে আপনাকে হয় দেমাকি বা অসভ্য ভাবা হবে আপনাকে বলতে হবে- 

a) It's all right

b) No mention

c) It's fine

d) My pleasure

e) You're welcome

5. যদি আপনি কাউকে কোন জিনিস দিতে রাজি হয়ে যান তো বাংলায় বলবেন আচ্ছা নিন, কিন্তু ইংরেজিতেও যদি বাংলার মত বলেন Take it তবে অশিষ্টতা প্রকাশ করা হবে। আপনি বলবেন, with great pleasure. 

6. আপনি যদি কোন সামান্য রকমের সাহায্য করতে চান কাউকে,যেমন কোনো মহিলার কাছ থেকে শিশুকে কোলে নেওয়া বা কোন বৃদ্ধকে তার ভারী জিনিস না বইতে দিতে চান, তবে বলবেন - Allow me আমি কি করতে পারি? 

7. আপনি কোন মহিলা বা বৃদ্ধকে রাস্তা ছেড়ে দিয়ে সরে দাঁড়ালেন তবে বাংলায় বলবেন হয়তো আপনি এগিয়ে চলুন প্রথমে ইংরেজিতে বলবেন না যেন First you. বলুন After you

8. বাংলাতে আমরা দুঃখ প্রকাশ করি সাধারণত কোন বড় রকমের ভুল হয়ে গেলে যেমন কাউকে সময় দিয়ে অনুপস্থিত থাকা, অসময়ে কারো সাথে দেখা করতে যাওয়া ইত্যাদি। কিন্তু ইংরেজিতে কথায় কথায় Sorry, Excuse me, pardon ইত্যাদি বলার রেওয়াজ। 

(a) যদি কারো হাতে অনিচ্ছাকৃত ভাবে আপনার হাত লেগে যায় তোর সঙ্গে সঙ্গে বলবেন (Sorry

(b) যদি রাস্তায় দুজন ভদ্রলোক দাঁড়িয়ে কথা বলতে থাকেন ও আপনাকে ওদের মধ্যে দিয়ে যেতে হয় তবে বলবেন Excuse me (এক্সকিউজ্ মি) অথবা অনেক ব্যক্তির মাঝ থেকে যদি অল্প সময়ের জন্য আপনাকে অন্যত্র যেতে হয় তখন বলবেন Excuse me. 

(c) যদি আপনি কারও সঙ্গে টেলিফোনে বা মুখোমুখি বসে কথা বলছেন,কিন্তু ঠিকভাবে শুনতে পাচ্ছেন না অপর ব্যক্তি কি বলছেন তখন যেন বলবেন না যে কিছু শোনা যাচ্ছে না একটু চেঁচিয়ে Speak loudly, I cannot hear you. শুধু বলবেন Pardon বা I beg your pardon. অপর ব্যক্তি এতেই বুঝে যাবেন। 

 (d) আগে থেকে না বলে হঠাৎ করে কারো ঘরে ঢুকবেন না ইংরেজিতে প্রথমে বলবেন আমি কি আসতে পারি ভেতরে ?May I come in sir. ঘরের ভিতরে যিনি বসে আছেন তিনি তৎক্ষণাৎ বলবেন Certainly বা With great pleasure অথবা Of course

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation

The Sound of Tow Vowel

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ  Short Sound of Vowels one Consonant 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল English Reading

International Phonetic Alphabet: (IPA)

English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Introduction English Grammar

Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ 

SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য

 Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

ইংরেজি অভিবাদন English Greetings Spoken English

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য Spoken English 

Next Post Previous Post