Introduction English Grammar [ ভুমিকা ]




LANGUAGE :

সৃষ্টির শুরুতে মানুষ কথা বলতে পারতো না। তখন দেহের অঙ্গভঙ্গির সাহায্যে মানুষ মনের ভাব প্রকাশ করতো। এতে অসুবিধে ছিল। ঠিক ভাবে মনের ভাব প্রকাশ করা যেত না। তাই ধীরে ধীরে ভাষার জন্ম হল। অর্থপূর্ণ শব্দসমষ্টিই হলো ভাষা

ভাষার ইংরেজি প্রতিশব্দ হলো Language। Language বা ভাষা ভাবপ্রকাশের মাধ্যম। আমরা Language বা ভাষার সাহায্যে আমাদের মনের ভাবকে প্রকাশ করি। পৃথিবীতে অনেক Language বা ভাষা আছে। যেমন:বাংলা,হিন্দি, উর্দু, ইংরেজি, আরবী,ফরাসী, জার্মান, ইত্যাদি।

Language কাকে বলে ?

অর্থপূর্ণ ধনিসমষ্টিকে Language বা ভাষা বলে। তার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি তাই ভাষা।(Language is the medium by which we express ourselves)

Language কি কাজে আসে?

এক কথায় Language আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে।

GRAMMAR:

ভাষাকে(Language) সঠিক ভাবে ব্যবহার করতে হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। Grammar বা ব্যাকরণ বইতে ঐ সব নিয়ম লেখা থাকে। ভাষা শুদ্ধ ভাবে লিখতে বলতে বা পড়তে Grammar এর খুব প্রয়োজন। বাংলা ভাষার নিয়ম-কানুনের জন্য যেমন : বাংলা ব্যাকরণ English Language - এর জন্যে তেমনি English Grammar। পৃথিবীর বিভিন্ন ভাষার বা Language- এর জন্য এইরকম আলাদা আলাদা Grammar আছে।

English grammar কাকে বলে?

যে বাইতে ইংরেজি ভাষার নিয়ম-কানুন গুলো লেখা থাকে তাকে English grammar বলে।

English grammar কেন পড়বো? 

ইংরেজি ভাষাকে শুদ্ধ ভাবে লিখতে, পড়তে বা বলতে শেখার জন্য আমার English grammar পড়বো।

LETTER (বর্ণ):

ভাষা কে লিখিত রূপে প্রকাশ করতে কত গুলো চিহ্নের প্রয়োজন হয়। বাংলায় এদের বর্ণ বলে। ইংরেজীতে চিহ্ন গুলো কে LETTER বলে।

DEFINITION ( সংজ্ঞা):

ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করতে যে সব সাংষ্কেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের Letter বলে।

(The symbols used to write the English Language are called Letter.)

 ALPHABET(বর্নমালা):

English Language - এ মোট 26 টি Letter আছে। যেমন -

A, B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z এদের একসঙ্গে Alphabet (বর্ণমালা) বলে। 

Letter-এর লিখিত রুপ: 

Alphabet -এ প্রতিটি Letter-এর দুই রকমের লিখিত রূপ আছে। যেমন-

Capital Letter: A ,B, C, D,................ ইত্যাদি।

Small Letter: a, b, c ,d, ...........ইত্যাদি।

CAPITAL LETTER-এর কয়েকটি ব্যাবহার:

1. বাক্যের শুরুতে Capital Letter. বসে। যথা: This is a book, That is my pen. 

2. ব্যাক্তির নামের প্রথম letter -টি Capital Letter হয় যথা: Ram, Rahim, Taniya.

3. স্থানেরর নামের প্রথম letter -টি Agartala, Calcutta, Delhi, Mumbai ইত্যাদি।

4. বারের নামের প্রথম letter -টি - Sunday , Monday ইত্যাদি।

5. মাসের নামের প্রথম letter - টি : June , July ইত্যাদি। 

লক্ষ্য কর , উপরের বাক্য গুলির প্রথম Letter-টি (যেমন , 'This' -এর 'T' That'এর 'T', ইত্যাদি) Capital Letter -এ আছে।

6. আমি অর্থে 'I' সব সময় Capital Letter - এ হবে I play ( আমি খেলি) I am a boy. (আমি একজন বালক), Ram and I swim. ( রাম ও আমি সাঁতার কাটি)।

7. উপাধি বোঝাতে Capital Letter হয়। যথা: B.A.; M.A.; M.B.B.S.; L.L.B.

8. God (ঈশ্বর) শব্দের প্রথম অক্ষর 'G' Capital Letter হয়।

9. ইংরেজি কবিতার যে কোনো লাইনের শুরুতে Capital Letter হয় । 

যথা : - Rain, rain, go away. 

         Come again another day.

ALPHABET-এর প্রকারভেদ:

Alphabet বা ইংরেজি বর্ণমালাকে (ছাব্বিশটি বর্ণকে একত্রে) দুইভাগে ভাগ করা হয়। যথা- (1) vowel (2) consonant. 

  1. Vowel (স্বরবর্ণ) - ছাব্বিশটি বর্ণের মধ্যে a, e, I, o, u  এই পাঁচটি vowel বা স্বরবর্ণ। 
  2. Consonant (ব্যঞ্জনবর্ণ) - পাঁচটি vowel বাদে Alphabet-এর একুশটি Letter বা বর্ণ consonant বা ব্যঞ্জনবর্ণ। যেমন- b, c, d, f, g...... ইত্যাদি। 

Vowel কাকে বলে? 

ইংরেজি বর্ণমালার যেসব বর্ণ বা Letter অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাদের vowel বলে। 

Consonant কাকে বলে? 

ইংরেজি বর্ণমালার যে সব বর্ণ বা Letter স্বরবর্ণের বা vowel-এর সাহায্যে উচ্চারিত হয় তাদের Consonant বলে। 

যেমন- B উচ্চারণ করতে হলে B+E (ব্+ই=বি) D উচ্চারণ করতে D+E (ড্+ই=ডি) এইভাবে করতে হয়। 

SEMI-VOWEL:

যে Letter- গুলি vowel ও consonant এই দুই রূপেই ব্যবহৃত হয় তাদের Semi-vowel বলে। এরা যেহেতু পুরোপুরি vowel হিসাবে ব্যবহৃত হয় না, এদের ক্ষেত্রে অর্ধেক স্বরবর্ণের উচ্চারণ আসে, তাই এরা Semi-vowel. 'W' এবং 'Y' এই দুটো Letter- কে Semi-vowel বলে। 

শব্দের (Word) শুরুতে যখন 'W' এবং 'Y' বসে তখন এরা Consonant; কিন্তু শব্দের শেষে বা মাঝে এরা Vowel হিসাবে বসে। 

Example:

Consonant হিসেবে 'W' এবং 'Y' Vowel হিসেবে 'W' এবং 'Y'
W: Water, Wall, World, Way, Wish, Will, Word.  W: Cow, Now, Row, Bow, Crow, Screw
Y: Yellow, Year, Yes, Yacht, Young, Yak, Yak, Yard.  Y: Day, Boy, Toy, Moy, Lay, Gay
Next Post Previous Post