Part of Speech In English Grammar [পার্ট ওফ স্পীচ্]

 Part of Speech 

[পার্ট ওফ স্পীচ্]



বাক্যে ব্যবহৃত বিভিন্ন শব্দের পদ বলে । ওই পদগুলিরই ইংরেজি নাম হল Parts of Speech। Part শব্দটির অর্থ হল 'অংশ' আর Speech শব্দটির অর্থ 'কথা' অর্থাৎ বাক্য (sentence) part of speech। - এর মনে হল - sentence-এর অংশ । 

এক বা একাধিক word নিয়ে sentence গঠিত হয়। এই word-গুলিই হল বাক্যের এক- একটি অংশ তথা parts  of speech। sentence- এর বিভিন্ন word এর কাজ ভিন্ন ভিন্ন রকম। 

Sentence এর মধ্যে বিভিন্ন রকমের word - গুলিকে Parts of Speech বলে।

Sentence এর মধ্যে word গুলির কাজ, আচার-আচরন ও ব্যবহার অনুসারে আট ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ইংরেজিতে parts of speech আট রকম। যথা-

  • Noun (নাউন্) - বিশেষ্য পদ
  • Pronoun (প্রোনাউন্) - সর্বনাম পদ
  • Adjective (অ্যাডজেকটিভ্) - বিশেষণ পদ
  • Verb (ভারব্) - ক্রিয়াপদ
  • Adverb (অ্যাডভারব্) - ক্রিয়া-বিশেষণ পদ
  • Preposition (প্রিপোজিশন্) - সম্বন্ধবাচক অব্যয়
  • Conjunction (কনজাংশন্) - সংযোজক অব্যয়
  • Interaction (ইন্টারজেকশন্) - আবেগসূচক অব্যয়

এবার একটা উদাহরণ দেখো- Amal Walks slowly.

 উপরের Sentenceটিতে তিনটি word আছে। একটু ভালোভাবে লক্ষ করলে বুঝবে - ওই তিনটি word বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। যেমন - Amal একটি বালকের নাম বোঝাচ্ছে- এটি হল - Noun, Walks - হাঁটা অর্থাৎ কাজ করা বোঝায়- এটি হল, verb আবার slowly -র অর্থ- ধীরে ধীরে। হাঁটা-টা কেমন? ধীরে ধীরে- এটি হল Adverb.

Noun [নাউন অর্থাৎ বিশেষ্য 

Cow, Fish, Pegion, House, Mango

উপরের Word- গুলি দিয়ে কোনো কিছুর নাম বোঝাচ্ছে। নাম বোঝায় এমন Word- কেই বলে Noun (নাউন)। যেমন- Cow, Fish, Pegion, House, Mango প্রভৃতি Word গুলি হল Noun

যেসব word -এ কোনো কিছুর নাম বোঝায় তাদের Noun বলে।

নীচের উদাহরন গুলি লক্ষ করো:

Soma is a good girl.- সোমা ভালো মেয়ে

The cow give us milk.- গরু আমাদের দুধ দেয়।

I live in kolkata.- আমি কলকাতায় বাস করি ।

Iron is useful metal. -লোহা প্রয়োজনীয় ধাতু

The rose is red. - গোলাপ ফুলটি লাল ।

The book is on the table. - বইটি টেবিলের উপর আছে।

উপরের উদাহরণ গুলিতে মোট হরফের Word - গুলি কোনো না কোনো প্রাণী বা বস্তুর নাম বোঝাচ্ছে,তাই ওগুলি Noun । আবার ওই Noun গুলি একই রকম নয়। কোনোটি মানুষের নাম, কোনোটি প্রানীর নাম, কোনোটি স্থানের নাম, কোনো ধাতুর নাম, কোনোটি ফুলের নাম বোঝাচ্ছে। নামের এই বিভিন্নতার জন্য Noun গুলিকে পাঁচ ভাগের ভাগ করা হয়। যথা -

1. Proper Noun: ( প্রপার নাউন ) নামবাচক বিশেষ্য: যেসব Noun দ্বারা কোনো ব্যক্তি, পশু , পাখি , স্থান , নদী , পাহাড়-পর্বত , সাগর, দ্বীপ, ধর্মগ্রন্থ প্রভৃতির নাম বোঝাই তাদের proper Noun বলে। (Proper Noun Indicates the name of persons or some distinguished things.) 

যেমন- Rabindranath, Vidyasagar, Amal, India Kolkata, Delhi ,West Bengal , The Himalaya, The Ganga , The Ramayan , The Bibel, The Thajmahal প্রভৃতি।

মনে রাখবে: Proper Noun -এর প্রথম বর্ণটি সব সময় Capital Letter অর্থাৎ (বড়ো হাতের হয়ে থাকে) Proper Noun - এর আগে সাধারণ Article (A, An, The) বসে না। কেবলমাত্র নদ-নদী পাহাড়-পর্বত, ধর্মগ্রন্থ, সংবাদপত্র প্রভৃতির আগে The Article বসে।

2. Common Noun: (কমন্ নাউন) জাতিবাচক বিশেষ্য: যেসব Noun একজাতীয় বস্তু বা প্রাণীর নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ঐ জাতীয় সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বােঝায় তাদের Common Noun বলে। ( Common Noun denotes any and every person or thing in common.) যেমন- Cow, Dog, Tiger, Boy, Girl, Man, Bird, Animal প্রভৃতি। 

3. Material Noun: (ম্যেটিরিয়াল নাউন) বস্তুবাচক বিশেষ্য: যেসব Noun- এ কোনো বস্তু বা দ্রব্যের নাম বোঝায় তাদের Material Noun বলে। (Material Noun denotes the name of a matter or substance.) যেমন- Iron, Gold, Milk, Sugar, Rice, Oil, etc. 

যেসব জিনিস ওজন ও পরিমাপ করা যাই তাই Material Noun. 

4. Collective Noun: ( কালেকটিভ্ নাউন) সমষ্টিবাচক বিশেষ্য: যেসব Noun-এ কোনো ব্যক্তি বা বস্তুর একটিকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাদের Collective Noun বলে। (Collective Noun is the name of a collection of persons or things.) যেমন- Group, Class, Team, Fleet, Army, etc. 

5. Abstract Noun: ( অ্যাবস্ট্রাক্ট নাউন) গুণবাচক বিশেষ্য: যেসব Noun-দ্বারা দয়া, মায়া, সুখ, দুঃখ, দোষ, গুণ, অবস্থা, অনুভূতি প্রভৃতি নাম বোঝায় তাদের Abstract Noun বলে। (Abstract Noun is the name of a quality,state or action.) যেমন- Kindness, Honesty, Sorrow, Happiness, Health, Childhood etc. 

মনে রেখো (REMEMBER) 

(i) Abstract Noun-কে গণনা করা যায় না। অর্থাৎ এগুলাে Uncountable Noun.

(ii) CommonNoun থেকে Abstract Noun গঠন করা যায়।

Example: Child-Childhood.

Noun-কে আবার গণনার বিচারে দুই ভাগে ভাগ করা যায়। যেমন—(a) Countable (গণনাযােগ্য) Noun. 

(b) Uncountable(অগণনাযােগ্য) Noun.

Countable Noun হলাে সেইসব Noun যারা সংখ্যায় অনেক হতে পারে এবং তাদের গণনা করা যায়।

Uncountable Noun-দের গণনা করা যায় না।

মনেরাখবে, Countable Noun-গুলির Singular (একবচন) ও Plural(বহুবচন) হয়।

যেমন—Lady-Ladies; Cat Cats; Girl Girls.

Singular Noun-এর শেষে ‘s' যােগ করে সাধারণত Plural করা হয়।  যথা- Boy-Boys, Dog-Dogs.

যে Countable Noun-এর শেষে s, ch, s, ss, এবং ‘x’ থাকে,তাদের শেষে 'es’যােগ করে Plural করতে হয়।-

যথা- Bus - Buses, Box - Boxes, Ass - Asses, Bench - Benches, Bush - Bushes.

Pronoun [প্রোনাউন অর্থাৎ সর্বনাম পদ]

কোনাে Noun-কে বার বার ব্যবহার করলে শুনতে ভালাে লাগে না, একঘেয়েমি লাগে। এজন্য একই Noun ব্যবহার না করে তার জায়গায় অন্য কিছু word ব্যবহার করা হয়। এই বিশেষ word গুলিকে Pronoun বলে। Pro-এর অর্থ হল ‘পরিবর্তে'। তাই Noun-এর পরিবর্তে ব্যবহার করা হয় এমন Word-কেই বলে Pronoun

নীচের উদাহরণটি লক্ষ করাে। 

Kmal is a good boy, Kamal reads in class II. Kamal's behaviour is fine. Everyone loves Kamal.

উপরের প্রতিটি Sentence-এ Kamal শব্দটি Noun হিসেবে বারে বারে ব্যবহার হওয়ার ফলে একঘেয়েমি লাগছে এবং Sentence-গুলি শুনতেও ভালাে লাগছে না। এখন যদি Kamal-এর জায়গায় কিছু নতুন word বসানাে হয় তা হলে কী হয় দেখা যাক ?

Kamal is a good boy. He reads in class II. His behaviour is fine. Everyone. loves him

উপরের Sentences-গুলির প্রথমটি বাদে Kamal-এর জায়গায় he, his এবং him ব্যবহার করা হয়েছে। এর ফলে Sentence-গুলি শুনতে ভালাে লাগছে, একঘেয়েমি কেটেছে অথচ Sentence-গুলি শুদ্ধ আছে। এই he, his, him প্রভৃতি Word- গুলিই হল Pronoun. 

যেসব word Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় এবং Noun - এর মতােই কাজ করে তাদের Pronoun বলে।  A Person is a word used in place of a Noun.) 

যেসব Pronoun সচরাচর ব্যবহার করা হয় সেরকম কিছু উদাহরণ নীচে দেওয়া হল।

I, we, my, mine, our, ours, me, us, you, your, yours, he, his, him, she, her, hers,

they, them, it, this, that, these, those zuriai

মনে রাখবে: পুরুষদের ক্ষেত্রে he, his, hirn এবং মহিলাদের ক্ষেত্রে She, her hers প্রভৃতি Pronoun ব্যবহৃত হয়। এবং সমস্ত প্রাণী ও অপ্রাণীবাচক ক্ষেত্রে it, this, that, these, those প্রভৃতি Pronoun ব্যবহৃত হয়।

 Noun -

 Kamal

Lila

cow, dog, chair...etc.


 Pronoun -

 He, his, him

 She, her

it, this, that, these, those... etc

নীচে কিছু Pronoun-এর প্রয়ােগ দেখানাে হল: 

I go to school.—আমি স্কুলে যাই।  We are playing. আমরা খেলছি।

They are dancing.—তাহারা নাচিতেছে। She is a girl.—সে একটি বালিকা।

Give me a pen.—আমাকে একটি কলম দাও। We love him.—আমরা তাকে ভালােবাসি।

The cow gives us milk - গরু দুধ দেয়। Rama is her sister — রমা তার বােন।

This is my pen.—এটা আমার কলম। Those are tigers.—ঐগুলি বাঘ।

That is your doll.—ওই হয় তােমার পুতুল। That is her cat.—ওইটি তাহার বিড়াল। 

Adjective [অ্যাডজেকটিভ্ অর্থাৎ বিশেষণ পদ]

Adjective (বিশেষণ) শব্দের অর্থ 'Added to' অর্থাৎ ‘যােগ করা'। Adjective, Noun বা Pronoun-এর পূর্বেযুক্ত হয়ে তাদের দোষ, গুণ, অবস্থা,সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে।

Adjective-এর সংজ্ঞা: যে word কোন Noun বা Pronoun-এর ক্ষেত্রে যুক্ত হয়ে তার দোষ,গুণ, অবস্থা,সংখ্যা, পরিমাণ ইত্যাদি বােঝায় তাকে Adjective বলে। (An adjective is a word used to describe a Noun or a Pronoun.)

Examples:

(i) Mohan is a bad boy. (দোষ ) (iv) She has five books. (সংখ্যা)

(ii) It is a beautiful flower. (গুণ) (v) Give me some water. (পরিমাণ)

(iii) I do not take hot tea. (অবস্থা)

উপরের Sentence-গুলােতে দেখাে, লাক্ষর পদগুলাের প্রত্যেকটি কোন না কোন Noun-এর পূর্বে বসেছে এবং তাদের সম্পর্কে কিছু বলছে বা বর্ণনা করছে। তাই bad, beautiful, hot, five,some—এগুলাে Adjective.

জেনে নাও:

(i) Adjective, Noun-এর আগে বা পরে বসতে পারে।

যেমন—This is ared pen. (Noun-এর আগে)। This penis red. (Noun-এর পরে)।

(ii) Adjective, Noun-কে qualify করে, অর্থাৎ তাকে কোন এক বিশেষ গুণে বিশেষিত করে। যেমন–good boy, thin biscuit.

(iii) Adjective সবসময় Pronoun-এর পরে বসে।

যেমন— We are happy. It is cold. She is beautiful.

KINDS OF ADJECTIVES

Adjective প্রধানতঃ চার প্রকার। যেমন—

(1)Adjective of quality (গুণবাচক)

Examples: Mr. Roy is an honest man. Rabeya is a good girl.

(2) Adjective of Quantity (পরিমাণবাচক) 

Examples: I ate some rice. You have no sense. 

(3) Adjective of Number or Number Adjective (সংখ্যাবাচক) 

Examples: Seven days make a week a week. Some boys are clever. Rabi is the first boy in the class. 

[There are two types of Numeral Adjective -

(1) Cardinals (মৌলিক/সংখ্যাবাচক), (2) Ordinals (ক্রমবাচক)। Some cardinal and ordinal Numbers are shown in the list below.] (কয়েকটি মৌলিক সংখ্যাবাচক শব্দ নীচের তালিকায় দেখানো হল।) 

NUMBER [সংখ্যা]

Cardinal and Ordinal Numbers

 Cardinal  Ordinal
 One (উআন) - এক  First (ফাস্ট) - প্রথম
 Two (টু) - দুই  Second (সেকেন্ড) - দ্বিতীয়
 Three (থ্রি) - তিন  Third (থার্ড) - তৃতীয়
 Four (ফোর) - চার  Fourth (ফোর্থ) - চতুর্থ
 Five (ফাইভ) - পাঁচ  Fifth (ফিফথ্) - পঞ্চম
 Six (সিক্স) - ছয়  Sixth (সিকসথ্) - ষষ্ঠ
 Seven (সেভেন) - সাত  Seventh (সেভেন্থ) - সপ্তম
 Eight (এইট) - আট  Eighth (এইটথ্) - অষ্টম
 Nine (নাইন) - নয়  Ninth (নাইনথ্) - নবম
 Ten (টেন) - দশ  Tenth (টেনথ্) - দশম

(4) Demonstrative Adjective. (নির্দেশবাচক) 

Examples: That man come here. Those books are new. 

COMPARISON OF ADJECTIVES : বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা (comparison) করতে Adjective-এর রূপ পাল্টে যায়। এই comparison বা তুলনার জন্য Adjective-এর তিনটি রূপ আছে। এদের Degree বলে। সুতরাং Degree তিন প্রকার, যথা—

(1) Positive Degree : কারাের সঙ্গে তুলনা না করে সাধারণভাবে একজনের দোষ, গুণ বােঝাতে ব্যবহৃত হয়।

(2) Comparative Degree: দুই-এর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।

(3) Superlative Degree:বহুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়।

নিচে প্রদত্ত Adjective-এর তুলনামূলক রূপগুলাে শিখে নাও।

Positive Comparative Superlative
Good (ভালো) better (অধিকতর ভালো) best (অধিকতম ভালো) 
Small (ছোট) smaller (ক্ষুদ্রতর) smallest (ক্ষুদ্রতম) 
Tall (লম্বা) taller (দীর্ঘতর) tallest (দীর্ঘতম) 
Big (বড়)  bigger (বৃহত্তর) biggest (বৃহত্তম) 
Old (বৃদ্ধ)  older (বৃদ্ধতর) oldest (বৃদ্ধতম)
Bad (খারাপ) worse (মন্দতর) worst (মন্দতম) 
Happy (সুখী)  happier (সুখীতর) happiest (সুখীতম) 
Easy (সহজ) easier (সহজতর) easiest (সহজতম) 
Beautiful (সুন্দর) more beautiful (সুন্দরতর) most beautiful (সুন্দরতম) 
Difficult (অসুবিধা) more difficult (অধিকতর অসুবিধা) most difficult (অধিকতম অসুবিধা) 
Kind (দয়ালু) kinder (দয়ালুতর) kindest (দয়ালুতম) 
Far (দূরবর্তী) farther (দূরতর) farthest (দূরতম) 

NPLICATION IN SENTENCES (বাক্যে প্রয়োগ)

Positive : Ramis good boy. (রাম একজন ভাল ছেলে।)

Comparative : Rum is better than Shyam (রাম শ্যামের চেয়ে ভাল।)

Superlative : Ramis the best boy in the class, (রাম শ্রেণীতে সবচেয়ে ভাল ছেলে।)

সেইরকম: (1) অপু লম্বা-Apu is tall. (Positive)

পানু অপুর থেকে লম্বা-Panu is taller than Apu, (Comparative)

পানু সব ছেলেদের থেকে লম্বা—Panuis the tallest of all the boys. (Superlative)

(2) এপ্রিল মাস গরম-April is a hot month. (Positive)

মে মাস এপ্রিলের চেয়ে গরম—May is hotter than April. (Comparative)

মেমাস সবচেয়ে গরমের মাস— May is the hottest month of the months. (Superlative)

লক্ষ্য কর: (i) Comparative Adjective-এর পরে সাধারণতঃ ‘than' বসে এবং Adjective-এর

শেষে ‘er' যােগ করে Comparative Degree করতে হয়। উপরের sentence-গুলি দেখ। কিছু Latin Adjective, cu 'superior', 'inferior', 'senior', 'junior', কেবলমাত্র Comparative Degree'-তে ব্যবহৃত হয় এবং এদের পরে ‘than'না বসে to'বসে। যেমন—

(a) He is senior to me. (সে আমার থেকে বড়।) (b) Rabi is junior to Debu. (রবি দেবুর থেকে ছােট ।)

(ii) Adjective-এর শেষে ‘est' যােগ করে Superlative degree করা হয় এবং Adjective-এর

পরে ‘of’বা in' বসে। উপরের sentence-গুলি দেখ।

(iii) Adjective-টি দুই-এর বেশী Syllable-এ গঠিত হলে Adjective-এর আগে more' বা less’বসিয়ে Comparative এবং 'most' বসিয়ে Superlativedegree করতে হয়।

Example: (a) Darjeeling is more beautiful than Kolkata. (দার্জিলিং কলকাতার থেকে অধিকতর সুন্দর।)

(b) Kashmir is the most beautiful of all the places in India. (কাশ্মীর ভারতের সব জায়গা থেকে সুন্দরতম |)

মনে রেখাে (REMEMBER)

my, your, her, their, our ইত্যাদি Pronoun-গুলাে Adjective হিসাবে বসতে পারে। তখন এদের Possessive Adjective বলে। যেমন—This is my book. It is her picture. That is his pen.

Those are your dolls.

যেহেতু এরা মূলতঃ Pronoun তাই এদের PronominalAdjective-ও বলে।

Verb [ভারব্ অর্থাৎ ক্রিয়াপদ]

VERB (ক্রিয়াপদ) কাকে বলে?

যে সকল Word দিয়ে কিছু করা, হওয়া বা থাকা বােঝায় তাদের Verb বলে। ( A worcl that states about doing, being or having something is called a Verb.)

Examples :) The child laughs.(শিশুটি হাসে) (করা' বােঝাচ্ছে।)

(ii) The horse runs.(ঘােড়াটি দৌড়ায়) (করা' বােঝাচ্ছে।)

(iii) The birds fly. (পাখীগুলাে ওড়ে।) (করা' বােঝাচ্ছে।)

(iv) She is a girl. (সে হয় একজন বালিকা।) (‘হওয়া’ বােঝাচ্ছে।)

(v) I have a toy. (আমার একটি খেলনা আছে।) (থাকা বােঝাচ্ছে।)

উপরের sentence-গুলােতে দেখলে laughs, runs, fly, is, have দ্বারা কোন কিছু করা, হওয়া বা থাকা বােঝাচ্ছে। তাই এগুলাে Verb.

বাংলা ভাষার মত ইংরাজী ভাষাতেও Verb-এর কাল বা Tense হয়।

Tense তিন প্রকার। যেমন—Present (বর্তমান), Past (অতীত), Future (ভবিষ্যৎ)।

Examples: (i) The horse runs. (ঘােড়াটি দৌড়ায়)— Present Tense.

(ii) The horse ran. (ঘােড়াটি দৌড়েছিল)– Past Tense.

(iii) The horse will run. (ঘঘাড়াটি দৌড়াবে)- Future Tense.

মনে রেখাে (REMEMBER)

(i) Verb ছাড়া Sentence হতে পারে না।

(ii) কোন কোন Verb একাধিক word দিয়ে তৈরী হতে পারে।

যেমন– (a) I am reading. (আমি পড়ছি।)

এখানে Verb এর Word দুটো 'am' এবং 'Reading'. 

(b) She has learnt her lesson. (সে তার পড়া শিখেছে।)

এখানেও Verb-এর word দুটো, ‘has' এবং 'learnt'.

(i) He reads the book. (সে বইটি পড়ে।) 

(ii) I eat bread. (আমি রুটি খাই) 

(iii) Mother loves her baby. (মা তাঁর শিশুকে ভালোবাসেন।) 

এখন যদি প্রশ্ন করি—সে কি পড়ে? উত্তর: বই (the book) আমি কি খাই ? উত্তর: রুটি (bread)

মা কাকে ভালােবাসেন? উত্তর: শিশুকে (baby)

অতএব উপরের ‘thebook’, ‘bread’, ‘baby'শব্দগুলাে এক একটি Object(কর্ম)।

Object-এর থাকা এবং না-থাকার উপর ভিত্তিকরে Verb-কে দুই ভাগে ভাগ করা হয়।

যথা- (i) Transitive Verb(সকর্মক ক্রিয়া)।

(ii) Intransitive Verb(অকর্মক ক্রিয়া)।

TransitiveVerb (সকর্মক ক্রিয়া)

যে সব Verb-এর Object (কর্ম) থাকে তাদের Transitive Verb বলে। (A Transitive Verb possesses at least one Object.)

অতএব উপরের Sentence-গুলােতে ‘reads', 'eat', 'loves’ verb-গুলাে Transitive Verb বা সকর্মক ক্রিয়ার উদাহরণ।

DIRECT/INDIRECT OBJECTS: কোন কোন Verb-এর একাধিক Object থাকতে পারে। নীচের Sentence-টি লক্ষ্য কর।

Father gave me a pen. (বাবা আমাকে একটি কলম দিয়েছিলেন।)

এই বাক্যে Verb হলাে gave' (দিয়েছিলেন)। (gave' ক্রিয়াটি give' ক্রিয়াপদের অতীতকালের রূপ। এখন যদি প্রশ্ন করি, বাবা কি দিয়েছিলেন ? উত্তর: কলম (pen)।এখানে ‘কি’ বা ‘what' দিয়ে প্রশ্ন করা হয়েছে?

এবং কাকে দিয়েছিলেন? উত্তর: আমাকে (me)। এখানে কাকে’ বা ‘whom দিয়ে প্রশ্ন করা হয়েছে।

অতএব, বাক্যটিতে ‘gave' Verb-এর দুটো Object আছে– (i) pen, (ii) me। এদের মধ্যে বস্তুবাচক Object-টি Direct Object এবং ব্যক্তিবাচক Object-টি Indirect Object.

অর্থাৎ, pen’– Direct Object (মুখ্যকর্ম ); me'— Indirect Object (গৌণ কর্ম)।

INTRANSITIVE VERB (অকর্মক ক্রিয়া)  কোন কোন Verb-এর Object থাকে না। এদের IntransitiveVerb( অকর্মক ক্রিয়া) বলে।নীচের Sentence-গুলাে পড়

(i) The bus runs. (বাসটি দৌড়ায়।) (ii) Birds fly. (পাখীরা ওড়ে।) (ii)She laughs. (সে স্ত্রী হাসে।)

এখানে runs’, ‘fly, laughs verb-গুলির কোন Object না থাকায় এগুলি Intransitive Verb বা অকর্মক ক্রিয়া। 

আর একটা জিনিস শেখাে, (i) I like to eat mangoes. (আমি আম খেতে ভালবাসি।) এবং (ii) Seeing a cockroach the girl fled away. (আরশােলা দেখে মেয়েটি পালালাে।)—এই sentence দুটিতে 'to eat’ এবং 'seeing' verb দুটির Object যথাক্রমে mangoes ও cockroach আছে।

প্রসঙ্গত: জেনে রাখাে। এই verb দুটি Non-Finite Verb বা অসমাপিকা ক্রিয়া, কারণ এদের কাজ সম্পূর্ণ হয়নি।

সুতরাং Verb কাজ অনুযায়ী দু প্রকার হয়, যেমন– (i) Finite Verb (সমাপিকা ক্রিয়া) এবং (ii) Non-Finite Verb বা Incomplete Verb (অসমাপিকা ক্রিয়া )।

Finite Verb-এ ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়। যেমন— I walk. (আমি হাঁটি)। You eat.(তুমি খাও)।

WHAT WE HAVE LEARNT

* Transitive Verb-এর Object থাকে।

* Transitive Verb-এএকাধিক Object থাকতে পারে। তাদের মধ্যে বস্তুবাচক Object-টি Direct Object-এবং ব্যক্তিবাচক Object-টি Indirect Object.

* IntransitiveVerb-এর Object থাকে না।

* কাজের ধরন অনুযায়ী Verb দুই প্রকার—Finite Verb ও Non-Finite Verb, এদের Object থাকে।

IMPORTANTPOINTSTO REMEMBER (গুরুত্বপূর্ণ বিষয়গুলাে মনে রেখাে)

(i) অনেক Verb-এর Transitive এবং Intransitive এই দুই ভাবেই ব্যবহার আছে।

VERB TRANSITIVE  INTRANSITIVE
ring (বাজা)  Ring the bell. the Bell Rings.
speak (কথা বলা) He speaks the truth. Speak loudly.
fly (ওড়া)  The boy fly their kites. Birds fly.
open (খোলা) Open the window. The show opens at 6 o'clock.

(ii) come, go, sleep, fall ইত্যাদি Verb-গুলো সর্বদা Intransitive.

Examples : We sleep at night. (আমরা রাত্রিতে ঘুমায়।) 

He goes to school. (সে স্কুলে যায়।)

(iii) Verb 'to be' Intransitive Verb. Verb 'to be' - র Tense অনুযায়ী বিভিন্ন রূপগুলো হলো-

Present

Past

Future

am (হই) 

is (হয়) 

was (ছিলাম/ছিলে/ছিল)

shall be (হবো) 

are (হই/হয়)  were (ছিলাম/ছিলে/ছিল)  will be (হবে) 

(iv) Agreement of the Verb with the subject. 

প্রতিটি verb অবশ্যই subject- এর Number এবং person অনুযায়ী হবে। যেমন- Verb 'to be' -র ব্যবহার নীচে দেখ :

Singular Plural
1nd Person I am We are
2nd Person You are You are
3rd Person He is They are

PRINCIPAL VERB কাকে বলে?

যে verb অন্য কোন Verb-এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদন করতে পারে তাকে Principal Verb বা প্রধান ক্রিয়াপদ বলে। (Principal Verbs workindependently.)

Examples ( উদাহরণ)

The horse runs. The moon shines. I am a boy. It has four legs. We go to school. They played well.

উপরের Sentence-গুলােতে স্থূলক্ষরের পদগুলাের প্রত্যেকটি Principal Verb, কারণ এরা নিজে নিজে কাজ করছে।

কিন্তু নীচের Sentence-গুলােতে লক্ষ্য কর:

The boy has gone. (বালকটি গিয়েছে।)

He is writing(সেলিখছে।)

She will do it.(সে [স্ত্রী] এটা করবে।)

Sentence-গুলােতে দেখাে, has', is', will'—এই Verb-গুলাে কোন অর্থ প্রকাশ করছে না। এরা কেবলমাত্র যথাক্রমে 'go', 'write', 'do'—এই Principal Verb-গুলাের অর্থ প্রকাশে সাহায্য করছে।

এজন্য ‘has, is’, ‘will'—এগুলাে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াপদ। সাহায্য করে বলে এদের Helping Verb-ও বলা হয়।

A LIST OF AUXILIARY VERBS: be (am, is, are, was, were), will, shall, should, would, can, could, do, have (have has, had), need, may, might ইত্যাদি। 

দ্রষ্টব্য: একই Verb কখনাে Principal Verb হিসেবে, আবার কখনাে Auxiliary Verb হিসেবে বসতে পারে। যথা-

1. 'Do' verb (to do) 2. 'Have' verb (to have) 3. Be' verb(to be).

নীচের Sentence-গুলাে দেখাে-

(i) Do the work.- Principal Verb. (ii) I do not know him.-Auxiliary Verb.

(i) I have a pen. - Principal Verb. (ii) I have done it.-Auxiliary Verb.

(i) She is a girl. - Principal Verb(ii) She is singing. - Auxiliary Verb.

Adverb [অ্যাডভারব্ অর্থাৎ ক্রিয়া বিশেষণ]

নীচের উদাহরণগুলি ভালােভাবে লক্ষ করাে

1. The old man walks slowly.—বৃদ্ধ লােকটি ধীরে ধীরে হাঁটে।

এই Sentence-টিতে walks হল Verb। এখন যদি প্রশ্ন করা হয়, বৃদ্ধ লােকটি কেমন করে হাঁটে?

উত্তর—ধীরে ধীরে (slowly) হাঁটে। এই ‘slowly word-টি ‘walks' Verb-এর বিশেষ অবস্থা

প্রকাশ করেছে। তাই ‘slowly' হল Adverb।।

2. Rambabu is a very rich man.—রামবাবু খুব ধনী লােক।

এই Sentence-টিতে rich শব্দটি হল Adjective। এই very শব্দটি rich শব্দটির বিশেষ অবস্থা

প্রকাশ করেছে। অর্থাৎ রামবাবু কেমন ধনী? উত্তর—খুব (very) ধনী। এখানে ‘very word-টি

Adjective-এর বিশেষ অবস্থা বর্ণনা করেছে। তাই very হল Adverb।

3. He shouts very loudly.—সে খুব উচ্চৈস্বরে চিৎকার করে।

এই sentence-টিতে loudly শব্দটি Adverb। এখন যদি প্রশ্ন করা হয় তার চিৎকারটি কেমন?

উত্তর—খুব জোরে (very)। এখানে ‘very word-টি ‘loudly' Adverb-এর বিশেষ অবস্থা প্রকাশ করছে।

তাহলে দেখা যাচ্ছে যে, যেসব word Verb, Adjective এবং অনেক সময় Adverb-এরও বিশেষ অবস্থা প্রকাশ করে তাদের Adverb বলে।

• যেসব word Verb, Adjective-এবং Adverb-এর বিশেষ অবস্থা (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রভৃতি) প্রকাশ করে তাদের Adverb বলে।

নীচে Adverb-এর কিছু উদাহরণ দেওয়া হল।

Here—এখানে There—সেখানে Always—সর্বদা
Easily—সহজে Now—এখন Then—তখন
Soon—শ্রীঘ্র Quickly—তাড়াতাড়ি Slowly—ধীরে ধীরে
Daily—প্রতিদিন Never—কখনও না Tomorrow—আগামীকাল
Today—আজ Yesterday—গতকাল Honestly—সৎভাবে
Loudly—উচ্চৈস্বরে Gently—মৃদুভাবে Darely—সাহসভাবে

Adverb গঠনের নিয়ম

সাধারণভাবে Adjective-এর শেষে ‘ly' যােগ করে Adverb গঠন করা হয়। Adjective-থেকে কয়েকটি Adverb গঠন করে দেখানো হল-

Adjective Adverb
Barve+ly = Bravely (সাহসের সঙ্গে)
Clear+ly = Clearly (পরিষ্কার ভাবে)
Easy+ly = Easily (সহজে)
Ful+ly = Fully (পূর্ণরূপে)
Glad+ly = Gladly (আনন্দের সঙ্গে)
Honest+ly = Honestly (সৎভাবে)
Kind+ly = Kindly (দয়া করে)
Loud+ly = Loudly (উচ্চৈস্বরে)
Quick+ly = Quickly (তাড়াতাড়ি)
Slow+ly = Slowly (ধীরভাবে)

Preposition [প্রিপোজিশন্ অর্থাৎ সম্বন্ধসূচক অব্যয়]

  1. The book is on the table
  2. The cat is under the chair
  3. The bird is in the cage. 

প্রথম Sentence-টিতে book এবং table হল Noun, on word-টি এই দুটি Noun-এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। অর্থাৎ বইটি কোথায়? উত্তর : টেবিলের উপর। এখানে ‘on' word-টি ‘book' Noun-এর অবস্থান নির্দেশ করছে। অনুরূপভাবে বিড়ালটি চেয়ারের নীচে (under) এবং পাখিটি খাঁচার ভিতরে (in) আছে তা নির্দেশ করছে। অর্থাৎ on, under, in হল Preposition Pre-কথার অর্থ 'পূর্ব', এবং Position কথার অর্থ ‘অবস্থান'। Preposition কথার সাধারণ অর্থ হল ‘পূর্ব অবস্থান। অর্থাৎ Preposition-গুলি বাক্যে Noun বা Pronoun-এর পূর্বে বসে Sentence-এর অন্য কোনাে Noun ও Pronoun-এর অবস্থান ও সম্পর্ক নির্দেশ করে।

যে word Noun বা Pronoun-এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun-এর অবস্থান জানায় তাকে Preposition বলে।

সচরাচর যেসব Preposition-ব্যবহার করা হয় তার কিছু উদাহরণ নীচে দেওয়া হল।

In মধ্যে At এতে On উপরে To তে, প্রতি
Of র, এর For জন্য From হইতে By দ্বারা
With সহিত Above উপরে Under নীচে Behind পিছনে
After পরে Among মধ্যে Between মধ্যে Beside পাশে

বাক্যে প্রয়োগ:

My uncle lives in Kolkata.—আমার কাকা কলকাতায় বাস করেন।

Asim goes to school.—অসীম স্কুলে যায়।

Come to me.—আমার কাছে এস।

Look at the picture.ছবিটির দিকে তাকাও।

The fox is under the tree.—শেয়ালটি গাছের নীচে আছে।

Mithun is comming from Delhi. মিঠুন দিল্লি থেকে আসছে।

I am waiting for you. আমি তােমার জন্য অপেক্ষা করছি।

We play with him.—আমরা তার সঙ্গে খেলা করি।

Conjunction [কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়]

Conjunction কথাটির সাধারণ অর্থ হল সংযােজন, তথা যুক্ত করা। এ ধরনের wordগুলি দুটি word বা Snetence-কে যুক্ত করে। বাংলায় এদের বলে অব্যয় পদ।

নীচের Sentenceগুলি লক্ষ করাে ?

1. Rupa and Gopa are dancing.—রূপা এবং গােপা নাচছে।

2. The day is bright but night is dark.—দিন হয় উজ্জ্বল কিন্তু রাত অন্ধকার।

উপরের প্রথম Snetence-টিতে Rupa এবং Gopa word দুটি and দ্বারা যুক্ত হয়েছে। এই ‘and' word-টি হল Conjunction |

আবার দ্বিতীয় Sentence-টিতে The day is bright.এবং Night is dark. দুটি আলাদা আলাদা Sentence, but দ্বারা যুক্ত হয়েছে। এখানে ‘but' হল Conjunction।

যেসব word দুই বা তার বেশি word বা Sentence-কে যুক্ত করে তাদের Conjunction বলে।

নীচে কিছু Conjunction-এর উদাহরণ দেওয়া হল।

And এবং But কিন্তু Or অথবা Four জন্য
Because কারণ After পরে That যে Till যে পর্যন্ত
Than চেয়ে As যেহেতু If যদি So সুতরাং

Interjection [ইন্টারজেকশন অর্থাৎ আবেকসূচক অব্যয়]

Interjection কথাটিকে বাংলায় বলে আবেগসূচক অব্যয়। মনের আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করার সময় এই ধরনের wrod-গুলি Sentence-এর ভিতর জুড়ে দেওয়া হয় বলে এদের নাম  Interjection. 

যেসব word দ্বারা বক্তা মনের আবেগ (রাগ, দুঃখ, ঘৃণা, আনন্দ, বিস্ময়, ভয় ইত্যাদি) প্রকাশ করে তাদের Interjection বলে। যেমন-

Aha ! What a nice picture is.—আহা! কী সুন্দর ছবি।

Well done Robin ! go ahead. সাবাস রবিন! এগিয়ে যাও।

Bravo ! You have won the match.—বাহবা! তুমি খেলায় জিতেছ।

Alas ! I lost my all.হায়! আমি সর্বস্ব হারালাম।

Ah! Mala is very ill.—আহা! মালা খুব অসুস্থ।

উপরের Sentence-গুলি লক্ষ করলে বুঝবে Interjection-গুলি সাধারণত Sentence-এর প্রথমেই বসেছে। Interjection.-এর সঙ্গে Sentence-এর অন্য word-এর বিশেষ সম্পর্ক থাকে না।

Interjection-এর পর বিস্ময়বােধক চিহ্ন (!) দিতে হয়।

নীচে Interjection-এর কিছু উদাহরণ দেওয়া হল:

hurrah—কী আনন্দ, Hallo“ওহে, Oh—ওহ Fie—ধিক্, Pooh—ছিঃ, Shame—কী লজ্জা, Hush—চুপ প্রভৃতি।


Next Post Previous Post