SENTENCE IN ENGLISH GRAMMAR [বাক্য]

SENTENCE [বাক্য]: 

কত গুলি word নির্দিষ্ট রীতিতে বসে sentence তৈরি করে।

SENTENCE কাকে বলে? 

দুই বা ততোধিক শব্দ (word)নির্দিষ্ট রীতিতে পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলেও বা শব্দসমষ্টিকে sentence বা বাক্য বলে। 

Example:

SENTENCE (বাক্য) কি কি WORD দিয়ে গঠিত
1. Gopa sings well (গোপা ভালো গান করে।) Gopa, sings, well. 
2.My name is Raju.(আমার নাম হয় রাজু।) My, name, is, Raju.
3.The Horse runs fast.(ঘোড়াটি দ্রুত দৌড়ায়।) The, Horse, runs, fast.
4.The baby is laughing(শিশুটি হাসছে।) The, baby, is, laughing.

SENTENCE হওয়ার শর্ত: 

1.word - গুলো নির্দিষ্ট রীতিতে বা ক্রমে বসবে। 

যথা: 

word- গুলি সঠিক ক্রমে আছে, তাই (In order) বাক্য হয়েছে।  Word- গুলি সঠিক ক্রমে নেই, তাই বাক্য নয়।
1. The dog barks. barksThe dog.
2. Mother loves me . Mother me loves.
3. The sky is blue. The is blue sky.
4. The story is fine. Story the is fine

2. প্রতিটি sentence একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে । যথা:  

sentence
সম্পূর্ণ অর্থ প্রকাশ বোঝায়।
sentence নয় সম্পূর্ণ অর্থ বোঝায় না
The boy plays.(ছেলেটি খেলে।) The boy (ছেলেটি।)
It is bad .(এটি মন্দ।) Is bad (মন্দ।)
The sun rises in the east .(সূর্য পূর্বদিকে উদিত হয়।) The sun (সূর্যটি।)
The sum is easy .(অঙ্কটি সহজ।) The sum(অঙ্কটি।)

3. শুধু একটি word দিয়েও একটি sentence হতে পারে। যেমন- আদেশ বা অনুরোধ বোঝাতে (1) Come, (2) Go, (3) run, (4) Stop

4. প্রতিটি sentence, Capital Letter দিয়ে শুরু হবে।

যেমন - Ram is a good friend. He loves his country. 

আবার বাক্যের মধ্যে যদি কোন দেশ , নদী, পাহাড়, কোন ব্যাক্তি, বই এর নাম থাকে তাহলে সেই word প্রথম Letter-টা Capital হবে।

যেমন- Tha Capital of India is Delhi. I read the Ramayana and he reads the Mahabharata.

5. একটি Sentence এ অন্তত একটি Nominative (কর্তা) এবং একটি Finite verb (সমাপিকা ক্রিয়া) থাকবে। 

যেমন -(1) He came. (সে এসেছিল।)

           (2)The girl sings. (বালিকাটি গান করে।)

           (3)They play. (তারা খেলা করে।)

এখানে লক্ষ করা:

NOMINATIVE (কর্তা)               FINITE VERB (সমাপিকা ক্রিয়া) 

He (সে) ----------------------------- came (এসেছিল)

The girl (বালিকাটি) ----------- sings (গান করে) 

They (তারা) ----------------------- play (খেলা করে) 

Next Post Previous Post