Word & Syllable in English Grammar [ শব্দ এবং শব্দাংশ ]

Word & Syllable [ শব্দ এবং শব্দাংশ ]


 Word [শব্দ]: 

এক বা একের অধিক Letter (বর্ণ) পরস্পর বসে যদি কোন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে Word বলে। (A word is a meaningful arrangement of letter)

যেমন:- Cat (C+a+t), Dog (D+o+g), Cow (C+o+w). 

অতএব, প্রতিটি word কতগুলি Letter নিয়ে গঠিত হয়েছে। তোমার মনে হতে পারে, কতগুলো Letter পাশাপাশি বসলেই Word হবে। তা কিন্তু নয়। 

ধরো, আমি লিখলাম fta. এটি Word হলো কি? না। কেনো বলতে পারো? কারণ fta- এর কোনো অর্থ নেই। যদি লিখতাম fat, তবে word  হতো ফ্যাট যার অর্থ মোটা - তাই না? অতএব word হতে গেলে তার অর্থ থাকা চাই। তাছাড়া মনে রেখো, শুধুমাত্র  consonant (ব্যঞ্জনবর্ণ) এর সাহায্যে কোনো word গঠিত হয় না। word গঠন করতে গেলে vowel (স্বরবর্ণ)-এর দরকার। 

লক্ষ্য করা:-

WORDS NOT WORDS WORDS NOT WORDS
CUP (পেয়ালা) UPC BIRD (পাখি) BRDI
NET (জাল)  TNE GIRL (মেয়ে) LIRG
PEN (কলম)  EPN BOOK (বই) OOKB
MAN (মানুষ) NAM SKY (আকাশ)  YSK

মনে রেখো (REMEMBER) 

কেবলমাত্র একটি letter (vowel) দিয়েও word হতে পারে। 

যেমন- A মানে, একটি I- (আমি) 

Syllable [শব্দাংশ বা অক্ষর]

একটি Word -এর যতটুকু অংশ আমরা খুব সহজে বা এক নিশ্বাসে উচ্চারণ করতে পারি তাকে Syllable বা  শব্দাংশ বলে। 

Mono-syllable:

Word-টি কত বড়ো তার ওপর নির্ভর করে Syllable-এর সংখ্যা। যেমন- যে word- এ একটি syllable থাকে তাকে Mono-syllable word বলে। ছোট word গুলি এক সিলেবল্  বিশিষ্ট হয়। 

উদাহরণ:- Cat (ক্যাট্), Fat(ফ্যাট্), Man (ম্যান্) প্রভৃতি। 

Di-syllable:

যে word- এ দুটি syllable থাকে তাকে Di-syllable word বলে। 

উদাহরণ:- Tiger, Mango, Active প্রভৃতি word গুলি এক নিশ্বাসে উচ্চারণ করা যায় না, দুই ঝোঁকে উচ্চারিত হয়, এদের Di-syllable word বলে।

উচ্চারণের ঝোঁক:- Tiger = Ti-ger, Mango = Mon-go, Active = Ac-tive. 

try-syllable:

যে word-এ তিনটি syllable থাকে তাকে Try-syllable word বলে। 

উদাহরণ:- Beautiful = Buea-ti-ful, University = Uni-ver-sity. 

Poly-syllable:

যে word- এ তিনের অধিক syllable থাকে তাকে poly-syllable word বলে। 

উদাহরণ:- Automobile = Au-to-mo-bile. 

Word-এর syllable অনুযায়ী উচ্চারণ মনে রাখলে ইংরেজি বানানে সুবিধা হয়। 

Next Post Previous Post