Noun and kinds of noun- English Grammar in Bengali

Noun - English Grammar


The Noun

বাক্যে ব্যবহৃত বিভিন্ন শব্দের পদ বলে । ওই পদগুলিরই ইংরেজি নাম হল Parts of Speech। Part শব্দটির অর্থ হল 'অংশ' আর Speech শব্দটির অর্থ 'কথা' অর্থাৎ বাক্য (sentence) part of speech। - এর মনে হল - sentence-এর অংশ । 

এক বা একাধিক word নিয়ে sentence গঠিত হয়। এই word-গুলিই হল বাক্যের এক- একটি অংশ তথা parts  of speech। sentence- এর বিভিন্ন word এর কাজ ভিন্ন ভিন্ন রকম। 

Sentence এর মধ্যে বিভিন্ন রকমের word - গুলিকে Parts of Speech বলে।

Sentence এর মধ্যে word গুলির কাজ, আচার-আচরন ও ব্যবহার অনুসারে আট ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ইংরেজিতে parts of speech আট রকম। যথা-

(1)Noun(নাউন্)-বিশেষ্য পদ

(2)Pronoun(প্রোনাউন্)-সর্বনাম পদ

(3)Adjective(অ্যাডজেকটিভ্)- বিশেষণ পদ

(4)Verb(ভারব্)-ক্রিয়াপদ

(5)Adverb(অ্যাডভারব্)-ক্রিয়া-বিশেষণ পদ

(6)Preposition(প্রিপোজিশন্)-সম্বন্ধবাচক অব্যয়

(7)Conjunction(কনজাংশন্)-সংযোজক অব্যয়

(8)Interaction (ইন্টারজেকশন্)-আবেগসূচক অব্যয়

এবার একটা উদাহরণ দেখো- Amal Walks slowly.

 উপরের Sentenceটিতে তিনটি word আছে। একটু ভালোভাবে লক্ষ করলে বুঝবে - ওই তিনটি word বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। যেমন - Amal একটি বালকের নাম বোঝাচ্ছে- এটি হল - Noun, Walks - হাঁটা অর্থাৎ কাজ করা বোঝায়- এটি হল, verb। আবার slowly -র অর্থ- ধীরে ধীরে। হাঁটা-টা কেমন? ধীরে ধীরে- এটি হল Adverb

Noun [নাউন অর্থাৎ বিশেষ্য]

Cow, Fish, Pegion, House, Mango

উপরের Word- গুলি দিয়ে কোনো কিছুর নাম বোঝাচ্ছে। নাম বোঝায় এমন Word- কেই বলে Noun(নাউন)। যেমন- Cow, Fish, Pegion, House, Mango প্রভৃতি Word গুলি হল Noun

যেসব word -এ কোনো কিছুর নাম বোঝায় তাদের Noun বলে।

নীচের উদাহরন গুলি লক্ষ করো:

Soma is a good girl.- সোমা ভালো মেয়ে

The cow give us milk.- গরু আমাদের দুধ দেয়।

I live in kolkata.- আমি কলকাতায় বাস করি ।

Iron is useful metal. -লোহা প্রয়োজনীয় ধাতু ।

The rose is red. - গোলাপ ফুলটি লাল ।

The book is on the table. বইটি টেবিলের উপর আছে।

উপরের উদাহরণ গুলিতে মোট হরফের Word - গুলি কোনো না কোনো প্রাণী বা বস্তুর নাম বোঝাচ্ছে,তাই ওগুলি Noun । আবার ওই Noun গুলি একই রকম নয়। কোনোটি মানুষের নাম, কোনোটি প্রানীর নাম, কোনোটি স্থানের নাম, কোনো ধাতুর নাম, কোনোটি ফুলের নাম বোঝাচ্ছে। নামের এই বিভিন্নতার জন্য Noun গুলিকে পাঁচ ভাগের ভাগ করা হয়। যথা -

1. Proper Noun: ( প্রপার নাউন ) নামবাচক বিশেষ্য: যেসব Noun দ্বারা কোনো ব্যক্তি, পশু , পাখি , স্থান , নদী , পাহাড়-পর্বত , সাগর, দ্বীপ, ধর্মগ্রন্থ প্রভৃতির নাম বোঝাই তাদের proper Noun বলে। (Proper Noun Indicates the name of persons or some distinguished things.) 

যেমন- Rabindranath, Vidyasagar, Amal, India Kolkata, Delhi, West Bengal, The Himalaya, The Ganga , The Ramayan , The Bibel, The Thajmahal প্রভৃতি।

মনে রাখবে: Proper Noun -এর প্রথম বর্ণটি সব সময় Capital Letter অর্থাৎ (বড়ো হাতের হয়ে থাকে) Proper Noun - এর আগে সাধারণ Article (A, An, The) বসে না। কেবলমাত্র নদ-নদী পাহাড়-পর্বত, ধর্মগ্রন্থ, সংবাদপত্র প্রভৃতির আগে The Article বসে।

2. Common Noun: (কমন্ নাউন) জাতিবাচক বিশেষ্য: যেসব Noun একজাতীয় বস্তু বা প্রাণীর নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে ঐ জাতীয় সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বােঝায় তাদের Common Noun বলে। ( Common Noun denotes any and every person or thing in common.) যেমন- Cow, Dog, Tiger, Boy, Girl, Man, Bird, Animal প্রভৃতি। 

3. Material Noun: (ম্যেটিরিয়াল নাউন) বস্তুবাচক বিশেষ্য: যেসব Noun- এ কোনো বস্তু বা দ্রব্যের নাম বোঝায় তাদের Material Noun বলে। (Material Noun denotes the name of a matter or substance.) যেমন- Iron, Gold, Milk, Sugar, Rice, Oil, etc. 

যেসব জিনিস ওজন ও পরিমাপ করা যাই তাই Material Noun. 

4. Collective Noun: ( কালেকটিভ্ নাউন) সমষ্টিবাচক বিশেষ্য: যেসব Noun-এ কোনো ব্যক্তি বা বস্তুর একটিকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাদের Collective Noun বলে। (Collective Noun is the name of a collection of persons or things.) যেমন- Group, Class, Team, Fleet, Army, etc. 

5. Abstract Noun: ( অ্যাবস্ট্রাক্ট নাউন) গুণবাচক বিশেষ্য: যেসব Noun-দ্বারা দয়া, মায়া, সুখ, দুঃখ, দোষ, গুণ, অবস্থা, অনুভূতি প্রভৃতি নাম বোঝায় তাদের Abstract Noun বলে। (Abstract Noun is the name of a quality, state or action.) যেমন-Kindness, Honesty, Sorrow, Happiness, Health, Childhood, etc.

মনে রেখো (REMEMBER) 

(i) Abstract Noun-কে গণনা করা যায় না। অর্থাৎ এগুলাে Uncountable Noun.

(ii) CommonNoun থেকে Abstract Noun গঠন করা যায়।

Example: Child-Childhood.

Noun-কে আবার গণনার বিচারে দুই ভাগে ভাগ করা যায়। যেমন—(a) Countable (গণনাযােগ্য) Noun. 

(b) Uncountable(অগণনাযােগ্য) Noun.

Countable Noun হলাে সেইসব Noun যারা সংখ্যায় অনেক হতে পারে এবং তাদের গণনা করা যায়।

Uncountable Noun-দের গণনা করা যায় না।

মনে রাখবে: Countable Noun-গুলির Singular (একবচন) ও Plural(বহুবচন) হয়।

যেমন—Lady-Ladies; Cat Cats; Girl Girls.

Singular Noun-এর শেষে ‘s' যােগ করে সাধারণত Plural করা হয়।  যথা- Boy-Boys, Dog-Dogs.

যে Countable Noun-এর শেষে sch, s, ss, এবং ‘x’ থাকে,তাদের শেষে 'es’যােগ করে Plural করতে হয়।-

যথা- Bus - Buses, Box - Boxes, Ass - Asses, Bench - Benches, Bush - Bushes.

The Noun

শাক-সবজি সম্বন্ধীয় ABOUT VEGETABLES

Arum(এ্যায়্যাব়্যাম)— কচু

Bean(বীন্)—সীম

Beet(বীট্)—বীট

Bottle-gourd(বটলগৌড়)—লাউ

Brinjal(ব্রিনজ্যল্)=বেগুন

Cabbage(ক্যাবিজ্) বাঁধাকপি

Carrot(ক্যাব়্যাট্)—গাজর

Fig(ফিগ্)—ডুমুর

Garlic[গা(র)লিক্] —রসুন

Greens(গ্ৰীনজ্)—শাক-সবজী

Ginger(জিনজ্যার্)—আদা

Gourd(গৌড্)— লাউ

Kitchen-garden(কিচিন্ গারডন্)—সবজীখেত

Kohl-robi(কৌলরাবি)—ওলকপি

Lady's-finger(লেইডিজ্-ফিংগা(র্))—ঢেঁড়স

Lettuce(লেটিস্)—লেটুস শাক

Olive(অলিভ্)—জলপাই

Onion(অনিয়্যান্)—পিঁয়াজ

Parbal[পা(র্)বল্—পটল

Potato(প্যাটেইটৌ)—আলু

Pumpkin(পাম্পকিন্)—কুমড়া

Radish(ব়্যাডিশ্)—মূলা

Spinach(স্পিনিচ্) - শাক

Sweet-potato(স্যুইট-প্যাটেইটৌ) - রাঙ্গা আলু

Tamarind Tomatoট্যামারিণ্ড - তেঁতুল

 ABOUT TREES AND PLANTS গাছ-পালা সম্বন্ধীয়

Acacia tree (অ্যাকেইশ্যা ট্রী)বাবলা গাছ

Areca-nut tree (অ্যারিক্যানাট ট্রী)সুপারি গাছ

Bamboo plant (ব্যাম্বুপ্লান্ট)বাঁশ গাছ

Banian tree, Banyan tree (ব্যানিঅ্যান্ ট্রী) বটগাছ

Betel-pepper [বীটল্ পেপা(র্)] পান গাছপানের বরজ

Cotton-plant (কটন প্লান্ট্)তুলা গাছ

Date-palm (ডেইট্ পাম) খেজুর গাছ

Date-tree (ডেইট্ ট্রী) খেজুর গাছ

Deodar [ডিওডা(র্)]দেবদারু গাছ

Egg-plant (এগপ্লান্ট)বেগুন গাছ

Fig-tree (ফিগ্ ট্রী)– ডুমুর গাছ

Indigo-Plant (ইনডিগৌপ্লান্ট)নীল গাছ

Jute-plant (জুট প্লান্ট)পাট গাছ

Mango tree (ম্যাংগৌ ট্রী)আমগাছ

Margosa tree (মারগৌস্যা ট্রী)নিম গাছ

Oak tree (ঔক্ ট্রী)— ঔক গাছ

Paddy plant (প্যাডি প্লান্ট্)ধান গাছ

Palm tree (পাম্ ট্রী)বিলাতী তাল গাছপাম গাছ

Palmyra tree (প্যালম্যায়ব়্যা ট্রী)— ভারতীয় তাল গাছ।

Peepul tree (পীপুল্ ট্রী)অশ্বত্থ গাছ

Pine tree (পাইন ট্রী)দেবদারুগাছ

Rain tree (রেইন্ ট্রী)শিরীষ গাছ

Sal tree (সাল্ ট্রী)শাল গাছ

Sandal tree (স্যানডল্ ট্রী)চন্দন গাছ

Silk cotton tree (সিল্ক কটন্ ট্রী)শিমুল গাছ

Tamarind tree (ট্যামারিন্ড ট্রী)-তেঁতুল গাছ

Tamarisk tree (ট্যামারিস্ক ট্রী)ঝাউ গাছ

Tea-plant (টী প্লানট্)চা গাছ

Teak tree (টীক্ ট্রী)— সেগুন গাছ

Vine (ভাইন্)আঙুর গাছআঙুর লতা

Yew-tree (ইউ ট্রী)-ঝাউ গাছ

Creeper (ক্রীপা(র্))- লতা

Grass (গ্রাস)- ঘাসতৃণ

Herb [হ্যার(র্)]গুল্মঔষধি

Mushroom [মাশ্(রুম)]ছত্রাক ভুইফোড়

Root (রূট)- মূলশিকড়

Shrub (শ্রাব্)ছােটো ঝােপ

Sugarcane [শৃগা(র্)কেইন্ইক্ষু

Mango-grove (ম্যাংগৌগ্রৌভ্)আম্রকুঞ্জ

Paddy-field (প্যাডিফীলড্)ধানখেত

Pinery (পাইন্যারি)তালীকুঞ্জ

Tea-garden [টিগা(র্)ডন]চা বাগান

Tea-plantation (টি প্লানটেইশন্) চা বাগান

Vineyard [ভাইন্ ইয়্যা(র)ড্]দ্রাক্ষাক্ষেত্র

Bark [বা(র্)ক্] গাছের বাকল

Bough (বাউ)গাছের প্রধান শাখা

Branch (ব্রান্চ্)গাছের বড়াে ডাল

Fibre [ফাইব্যা(র্)]গাছেরকাঠের আঁশ

Firewood [ফায়্যা(র)উড]-জ্বালানী কাঠ

Graft (গ্রাফট্)গাছের কলম

Leaf (লীফ্)গাছের পাতা

Plank (প্ল্যাংক)- তক্তা

Stalk (স্ট্যক্)বৃন্তবোঁটা

Thorn (থ্যরন্)গাছের কাটা

Timber [টিমব্যা(র্)]- কাঠ

Tree (ট্রী)গাছ

Trunk (ট্রাংক্)গাছের কাণ্ডগুড়ি

Wood (উড্)- কাঠ

ABOUT FLOWERS ফুল সম্বন্ধীয় 

Blossom (ব্লস্যাম্)-মুকুল

Bouquet (বুকেই)—ফুলের তােড়া

Bud (বাড্)—কলি, কুঁড়ি

Bunch (বান্চ্)—গুচ্ছ, থােকা

Champac, Champak (চ্যামপ্যাক্)—চাঁপাফুল

Cina-rose (চায়ন্যারৌজ)— জবা-জাতীয় ফুল

Daffodil (ড্যাফ্যাডিল্)—বিলাতি পীতবর্ণ, ঘাস ফুল বিশেষ

Flower [ফ্লাউঅ্যা(র্)]—ফুল

Gardenia (গারডীনিয়া)—গন্ধরাজ

Garland (গা(র্)ল্যান্ড)—মালা

Jasmine (জ্যাসমিন্)—যুঁই, মল্লিকা, মালতী,জাতীয় কুন্দ

Lotus (লৌট্যাস্) —পদ্ম

Lily (লিলি)—শালুক

Marigold (ম্যারিগৌলড্)—গাঁদা

Night Jasmine (নাইটজ্যাসমিন)—শেফালিকা

Night-queen (নাইটকুঈন)- রজনীগন্ধা

Nose-gay (নৌজ-গেই)—পুষ্পস্তবক

Oleander [(ঔলিঅ্যানডা(র্)]—করবী জাতীয় ফুল বিশেষ

Rose (রৌজ)-গােলাপ

Sunflower (সানফ্লাউঅ্যার)—সূর্যমুখী ফুল বিশেষ

Tulip (টিউলি)—মল্লিকা জাতীয় ফুল বিশেষ

 ABOUT OUR FAMILY AND RELATIVS আমাদের পরিবার ও   আত্মীয়স্বজন সম্বন্ধীয়

Aunt (আনট্)—কাকিমা, জেঠিমা, মাসিমা,পিসিমা বা মামিমা

Brother [ব্রাদ্যা(র্)]—সহােদর ভ্রাতা

Brother-in-law (ব্রাদ্যার্ ইন্ ল্ )—শ্যালক,ভাশুর, দেবর, ভগিনীপতি

Cousin (কাজন্)—খুড়তুত, জেঠতুত, পিসতুত, মাসতুত বা মামাত ভাই বা বােন

Co-wife (কাওয়াইফ্)—সতীন

Daughter [(ডট্যা(র্)]-কন্যা, মেয়ে

Daughter-in-law (ডটারইনল্)—পুত্রবধূ

Father [ফাদ্যা(র্)—পিতা

Father-in-law (ফাদ্যার ইনল্ ) শ্বশুর

Grandfather [ গ্র্যানফাদ‍্যা(র্)-ঠাকুরদাদা, মাতামহ

Grandmother [গ্রানমাদ্যা(র্)] - ঠাকুমা,দিদিমা 

Grandson (গ্র্যানসান্) - নাতি

Grand-daughter [গ্র্যানড্যট্যা(র্)] - নাতনী

Half-brother [হাফব্রাদা(র্)]—সৎ-ভাই

Half-sister [হাফ সিস্ট্যা(র্)]—সৎ-বােন

Husband (হাজব্যান্ড)—স্বামী, পতি

Kinsman (কিনজম্যান্)—জ্ঞাতি

Mother [মাদ্যা(র্)]—মাতা, মা

Mamma (ম্যামা)-মা

Mother-in-law (মাদ্যারইনল)—শাশুড়ি

Maternal uncle (ম্যাটা(র) অংকল)-মামা

Maternal aunt [ম্যাট্যা(র্)নল্ অংকল]—মামী

Nephew (নেফিউ)—ভাইপাে, ভাগ্নে, বােনপাে

Niece (নীস) – ভাইঝি, ভাগি, বােনঝি

Papa (প্যাপা)—বাবা।

Parent (পেঅ্যাব়্যান্ট)—মাতা বা পিতা

Sister [সিস্ট্যা(র্)]-সহােদর ভগিনী

Sister-in-law (সিস্ট্যারইনল্ )—শ্যালিকা, ভাতৃবধূ, ননদ

Son (সান্)-পুত্র

Son-in-law (সান ইন ল্য)—জামাতা, জামাই

Step-mother [স্টেপমাদ্যা(র্)]—সৎ-মা, বিমাতা

Step-brother [স্টেপ্-ব্রাদা(র্)]—সৎ-ভাই

Step-sister [স্টেপ্ সিস্ট্যা(র্)]—সৎ বােন

Step-son (স্টেপসান্)—সৎ-ছেলে।

Uncle (আংকল্)-কাকা, জেঠা, পিসা, মেসাে, মামা।

Wife (ওআইফ্\উআইফ্)—স্ত্রী

পাখি সম্বন্ধীয় ABOUT BIRD

Bat (ব্যাট্)—বাদুড়

Beak(বীক্)—পাখির ঠোট

Bird[ব্য(র্)ড্]—পক্ষী, পাখি

Chicken(চিকিন্)—মুরগির বাচ্চা

Cock(কক্)—মােরগ।

Crane(ক্রেইন্)—সারস

Cage(কেইজ্)—খাঁচা

Cockatoo(কক্যাটু)—কাকাতুয়া

Crest(ক্রেস্ট) ঝুঁটি

Crow(ক্রৌ)কাক

Cuckoo(কূকূ)—কোকিল

Dove(ডাভ্)—ঘুঘু

Drake(ড্রেইক্)—হংস

Duck(ডাক্)—হংসী, পাতিহাঁস

Duckling(ডাকলিং)—পাতিহাঁসের বাচ্চা

Eagle(ঈগল্)—ঈগল্

Egg(এগ্‌) ডিম

Feather[ফেদ্যা(র্)]—পাখির পালক

Gander[গ্যান্ড্যা(র্)] রাজহাঁস

Goose(গৃস্) রাজহংসী

Hawk(হ্যক্) বাজপাখী

Hen(হেন্)—মুরগি

Heron(হেরন্)—বক

Kingfisher[কিংফিশ্যা(র্)]—মাছরাঙা

Kite(কাইট্)—চিল

Nest(নেটস্)—পাখির বাসা

Nightingale(নাইটিংগেইল)—পাপিয়া

Ostrich(অট্রিচ্)—উটপাখি

Owl(আউল্)—পেঁচা

Parakeet(প্যারাকীট্)—ছোটো টিয়া

Parrot (প্যারাট্)—তােতা

Peacock(পীকক্)—ময়ূর

Peahen(পীহেন্)—ময়ূরী  

Pigeon(পিজিন্)—পায়রা

Raven (ব়্যাভন্)—দাঁড়কাক

Skylark[স্কাইলা(র্)ক্)—ভরতপক্ষী

Snipe(স্নাইপ্) কাঁদাখােচা

Sparrow(স্প্যারৌ)—চড়াই

Swallow(সােঅলৌ)—চাতক

Tail(টেইল্)—পাখির লেজ

Vulture[ভালচ্যা(র্)] শকুন

Wing(উইং)—পাখির ডানা

Woodpecker[উডপেক্যা(র্)]—কাঠঠোকরা

রোগ সম্বন্ধীয় ABOUT DISEASES

Abscess(অ্যাসিস্)- ফেঁড়াAcidity(অ্যাসিডিটি)—অম্লরােগ

Anemia(অ্যানীমিঅ্যা)- রক্তাল্পতা

Bandage(ব্যানডিজ্)—বস্ত্র-বন্ধনী, ব্যাণ্ডেজ

Boil(বয়ল্)-ফোঁড়া

Cancer[ক্যান্স্যা(র্)]- কর্কট রােগ, ক্যান্সার

Chicken Pox(চিকিন্ পকস্)—জলবসন্ত

Cholera(কল্যাব়্যা)—ওলাউঠা, কলেরা

Cold(কৌল্ড)—সর্দি

Cough(কাফ্)–কাশি

Dengue(ডেংগি)—ডেঙ্গুজ্বর

Diarrhoea(ডাইঅ্যারিঅ্যা)—উদরাময়

Disease(ডিজীজ্)—রােগ

Dysentery(ডিনট্রি)—আমাশয়

Dyspepsia(ডিসপেপসিঅ্যা)—অজীর্ণ, পরিপাক যন্ত্রের দুর্বলতা

Eczema(একসিম্যা)—কাউর, বিখাউজ

Fever[ফীভা(র্)]—জ্বর

Fracture(ফ্র্যাঞ্চা(র্))—অস্থিভঙ্গ

Gout(গাউট্)—গেঁটে বাত

Headache(হেডইক্)—মাথাধরা

Indigestion(ইডিজেশচন)—অজীর্ণ, বদ হজম

Influenza(ইনফ্লুএনজ্যা)-ইনফ্লুয়েনজা

Injury(ইনজুরি)-আঘাত

Itch(ইচ্)- খােস, পাঁচড়া, চুলকানা

Jaundice(জ্যনডিস্)-পাণ্ডুলােগ, ন্যাবা, কামলা স

Laxative(ল্যাকস্যাটিভ্)- রােচক ঔষধ কোষ্ঠশুদ্ধির ঔষধ,

Leprosy(লেপ্র্যাসি)—কুষ্ঠ

Liniment(লিনিম্যান্ট)-মালিশ

Malaria(ম্যালেয়্যারইঅ্যা)—ম্যালেরিয়া

Measles(মীজলজ্)—হাম

Medicine(মেডিসিন্)—ঔষধ

Nausea(ন্যসিঅ্যা) বমি বমি ভাব, বমনেচ্ছা

Ointment(অয়ন্টম্যান্ট)—মলম

Pain(পেইন্)—ব্যথা

Palsy(প্যালজি)—বাতব্যাধি

Paralysis(প্যারালিসিস)–পক্ষাঘাত

Pill(পিল্)—বড়ি

Plague(প্লেইগ্)—মহামারী

Pneumonia(নিউমৌনিয়া)—নিমােনিয়া

Purgative[প্যা(র)গ্যাটিভ্] —জোলাপ

Rheumatism(রূম্যাটিজম্)- বাত

Rickets(রিকিটস)—পেঁচোয় পাওয়া বা পুঁইয়ে ধরা

Sinus(সাইন্যাস)—নালী ঘা

Small-Pox(স্ম্যল পকস্)—গুটি বসন্ত

Treatment(ট্রীটম্যান্ট)—চিকিৎসা

Tuberculosis[টিউব্যা(র্)কিউলৌসিস]- যক্ষ্মা

Tumour(টিউম্যা(র্))—টিউমার

Typhoid(টাইফয়ড্)—টাইফয়েড

Ulcer[আলস্যা(র্)]—ঘা

Vomiting(ভমিটিং) - বমি

ABOUT HOUSEHOLd ARTICES গৃহসামগ্রী সম্বন্ধীয়

Almirah (আলমারি) আলমারি

Amchair (অ্যরমচেঅ্যা(র্)-আরাম কেদারা

Bag (ব্যাগ)-থলি,ঝুলি,ব্যাগ

Basin (বেইস্যান)-গামলা

Box (বক্স)-বাক্স

Bucket (বাকিট)-বালতি

Chair (চেয়্যা(র)-চেয়ার

Chest (চেসট)-সিন্দুক

Chopper (চ্যপার্)-বড় ছুরি, খাঁড়া

Clock (ক্লক্)-দেওয়াল ঘড়ি

Couch (কাউচ্)-পালঙ্ক,কৌচ

Cup (কাপ)-পেয়ালা

Cupboard (কাব্যা(র্)ড)-(দেরাজওয়ালা)-আলমারি

Cutter(কাট্যা(র্) - বঁটি

Desk(ডেস্ক্) - লেখার টেবিল

Dish(ডিশ্ ) - ডিশ্

Dixie(ডিকসি ) - ডেকচি

Fan(ফ্যান) - পাখা

Fork(ফ্য(র্)ক্) - ভোজন কার্যে ব্যাবহৃত কাঁটা

Glass(গ্লাস) - গেলাস

Jug(জাগ্) - জগ

Kettel(কেট্.ল্) - কেটলি

Key(কী) - চাবি

Knife(নাইফ্) - ছুরি

Ladle(লেইডল্) - হাতা

Lamp(ল্যামপ্) - প্রদীপ

Lock(লক্) - তালা

Needle(নীডল্) - সুঁচ

Pail( পেইল্ ) - কেঁড়ে , কেঠো

Pan(প্যান্) - চাটু

Pincers(পিনস্যা(র্)জ্) - চিমটা

Pitcher (পিচ্যা(র্)-কলশ, কুজা

Plate (প্লেইট)-থালা,প্লেট

Pot (পট)-হাড়ি,ঘটি

Safe (সেইফ)-সিন্দুক

Saucer (স্যস্যা(র)- থালা

Scal (স্কেইল)-দাঁড়িপাল্লা

Screen (স্কীন্) পরদা

Sofa (সৌফ্যা)-গদি আঁকা চেয়ার বিশেষ, সোফা

Spoon (স্পুন)-চামচ

Stool (ষ্টুল)-বসার টুল ,চৌকি

Stove (স্টোভ)-স্টোভ, উনান

Table (টেইবল)-টেবিল

Thread (থ্রেড)-সুতা

Tongs (টংজ)-সাঁড়াশি

Tub (টাব)-গামলা

Tumbler [টামব্ল্যা(র)]-গেলাস

Utensil (ইউটেনসিল)-বাসন-কোসন

Vat (ভ্যাট)-কড়াই

 ABOUT ROADS AND TRANSPORT (রাস্তা ও যান-বাহন   সম্বন্ধীয়)

Aeroplane - (অ্যাব়্যাপ্লেইন) উড়োজাহাজ

Auto-car - (অ্যাটোকা(র্)-মোটরসাইকেল,মোটরগাড়ি

Bicycle - (বাইসিকল্)-বাইসিকেল, সাইকেল

Boat - (বৌট্)-নৌকা

Bridge - (ব্রিজ)-সেতু

Bus - (বাস্)-বাস

Cab - (ক্যাব্)-ভাড়াটে ঘোড়ার গাড়ি

Car - (কা(র্)-(মোটর) গাড়ি

Cart - (ক্যার্ট্)-ঠেলাগাড়ি, গোরুর গাড়ি প্রভৃতি

Coach - (কৌচ্)-চার চাকাওয়ালা (ঘোড়ার) গাড়ি, রেলগাড়ির কামরা

Cycle - (সাইকল)-সাইকেল

Ferry-boat - (ফেরি-বৌট)-খেয়া নৌকা

Hackney - (হ্যাকনি)- ভাড়াটে

Jeep - (জীপ)-জীপ গাড়ি

Lorry - (লরি)- লরি

Lane - (লেইন)-গলি

Motor-car - (মৌট্যার কার)-মোটরগাড়ি

Motor-cycle - (মৌট্যার সাইকেল)-মোটর সাইকেল

Omnibus - (অমনিবাস)-বাস

Palanquin - (প্যাল্যাংকুইন)-পালকি

Rickshaw - (রিকশ্য)-রিকশা

Road - (রৌড)-পথ, রাস্তা

Ship - (শিপ)-জাহাজ

Steamer - (স্টিমা(র্)-স্টিমার

Street - (ষ্ট্রীট)-রাস্তা

Taxi - (ট্যাকসি)-ট্যাক্সি

Train - (ট্রৈইন)-রেলগাড়ি

Tram - (ট্রাম)-ট্রাম, ট্রামগাড়ি

Transport - (ট্রান্সপ্য(র)ট) -পরিবহন যানবাহন

Van - (ভ্যান)-(চাকাওয়ালা) মালগাড়ি,ভ্যান

ABOUT THE POST  OFFICE ডাকঘর সম্বন্ধীয়

Address - (অ্যাড্রেস)-ঠিকানা

Book-post - (বুকপোসট)-বুকপোসট

Envelope - (এনভ্যালৌপ)-খাম

Express - (ইকস্প্রেস)-দ্রুতগামী

Letter - (লেট্যা(র্)-পত্র,চিঠি

Letter-box - (লেট্যা(র্)বকস)-চিঠির বাক্স

Mail- (মেইল)-ডাক

Mail-train - (মেইল-ট্রেইন)-ডাকবাহী,রেলগাড়ি,ডাকগাড়ি

Mail-van - (মেইল-ভ্যান)-ডাকবাহী মোটর ভ্যান

Money-order - (মানি অ্যরড্যার)-ডাকে পাঠানো টাকা,মনি অর্ডার

News - (নিউজ)-সংবাদ,খবর

Parcel - (পা(র্)সল)-পারসেল

Payee - (পেঈ)-প্রাপক

Pillar-box - (পিল্যা(র্)বকস)-চিঠি ফেলার বাক্স

Postage - (পৌসটিজ)-ডাক মাশুল

Postcard - (পৌসটকারড)-পোস্টকার্ড

Postman - (পৌসট-ম্যান)-ডাকহরকরা,ডাকপিয়ন

Post-master - (পৌস্ট -মাসট্যা(র্)-পোস্টমাস্টার

Post office - (পৌস্ট অফিস)-পোস্টাপিস

Registration - (রেজিষ্ট্রেইশন্)-রেজেস্ট্রী ডাকঘর

Runner - (রানা(র্)- রানার

Sender - (সেনড্যা(র) -প্রেরক

Stamp - (স্ট্যামপ)-টিকিট

Telegraph - (টেলিগ্রাফ)-টেলিগ্রাফ

Telegram - (টেলিগ্রাম)-টেলিগ্রাম

Urgent - (আ(র্)জনট)-জরুরি

V.P.P - (ভী.পী.পী.)-ভি.পি.পারসেল

Wire - (ওআইয়্যার্)-তারবার্তা, টেলিগ্রাম

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation

The Sound of Tow Vowel

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ  Short Sound of Vowels one Consonant 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল English Reading

International Phonetic Alphabet: (IPA)

English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Introduction English Grammar

Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ 

SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য

 Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

ইংরেজি অভিবাদন English Greetings Spoken English

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য Spoken English  

Next Post Previous Post