Simple present or present indefinite tense - in bengali

Simple present tense with examples

 

SIMPLE PRESENT/ PRESENT INDEFINITE TENSE (সাধারণ বর্তমান কাল)

Form: subject+verb(s/es)+object

For example:

  • He goes to school(সে বিদ্যালয়ে যায়।)
  • I write letters regularly (আমি নিয়মিত চিঠি লিখি।)
  • Raju Gets up early in the morning (রাজু সকাল সকাল ঘুম থেকে উঠে)

Uses of Simple Present Tense:


A) এই tense সাধারণত habit, permanent activity, custom, practice, repeated action, general truth বোঝাতে ব্যবহার করা হয়।
এই সব idea বোঝাতে যেসব adverb ব্যবহার করা হয় সেগুলো হল- usually, never, often, seldom, normally, generally, always, daily, rarely, occasionally, ইত্যাদি।


For example:

  • He goes for a walk in the morning daily.( সে প্রতিদিন সকালে হাঁটতে যায়।)
  • Akash often gets late for lunch.(আকাশ প্রায় রাতের খাবার খেতে দেরি করে।)
  • Riya always comes in time.(রিয়া সর্বদা সময়ে আসে। )
  • Punit usually believes everybody.(পুনিত সবাইকে বিশ্বাস করে।)
Part of Speech

B) Theory এবং principles এর ক্ষেত্রে simple present tense ব্যবহার করা হয়
For example:

  • Light travels faster than sound. (আলোর গতিবেগ শব্দের থেকে বেশি।)
  • Water boils at hundred degree centigrade. (জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে।)
  • River freeze at high altitude. (উচ্চ উচ্চতায় নদী জমে।)
Articles in English Grammar

C) Historical truth বোঝালে এই tense ব্যবহার করা হয়।
For example:

  • India wins freedom.(ভারত স্বাধীনতা লাভ করল।)
  • The first world war ends.(প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল।)
 Am is are এর ব্যবহার 

D)Eternal truth অর্থাৎ চিরসত্য এবং স্থায়ী ঘটনা বোঝাতে এই tense ব্যবহার করা হয়।
For example:

  • The sun rises in the east.(সূর্য পূর্বদিকে ওঠে।)
  • The earth moves round the sun.(পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।)

E) Ownership/relationship এর ক্ষেত্রে simple present tense ব্যবহার করা হয়।

For Example:

  • This house belongs to me.(এই বাড়িটি আমার।)
  • He owns a car.(সে একটি গাড়ির মালিক।)
  • He has two sisters.(তার দুটি বোন আছে।)
Verb এর তিনটি রূপ উদাহরণসহ শিখুন

F) Future arrangement এর জন্য এই tense ব্যবহার করা হয়।
For example:
He leaves for his job next day.(সে তার কাজটি পরের সপ্তায় ছেড়ে দেবে।)
The marriage ceremony of my sister comes off next Sunday.(পরের সপ্তাই আমার বোনের বিয়ের অনুষ্ঠান আছে।)

ইংরেজি বানান শেখার সহজ কৌশল 

*Note:
এই verb গুলো সব simple present tense এ ব্যবহৃত হয়।
এই verb গুলোকে  Non-progressive verbs (Stative verbs) বলে।

Verbs of Perception: See, taste, smell, hear, prefer, please.

Verbs of Thinking Process: Think, know, mean, mind.

Verbs Showing Possession: Own, have, belong, comprise, possess, contain. (ir) Verbs Expressing Feelings or State of Mind: Believe, like, love, want, wish, desire, hate.

Verbs in GeneralLook, seem, appear, affect, resemble, cost, require, stand, face, become.

words with same pronunciation but different spelling list

For example:


He owns a car.

We hear the bell.

This house belongs to me.

I don't hate him.

I don't mean this.

I have no house to live in.

The temple stands in the heart of the city.

The book contains good.

Exercise


1. Teena ............... on the stage. (dance)
2. The moon .............. around the earth. (move)
3. They............. in Kolkata. (live)
4. The rose ............sweet.(smell)
5. The last bus normally.............at midnight. (leave)
6. She ...................... dinner at 8 p.m.(not have)
7. Rahim ............... to market daily. (not go)
8. Cows ................. us milk. (give)
9. I .............. her. (not know)
10. Sany seldom .............up late. (get)

Answers: 1.dances, 2.moves, 3.live, 4.smells, 5.leaves, 6.does not have, 7.does not go, 8.give, 9.don't know, 10.gets.

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation

The Sound of Tow Vowel

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ  Short Sound of Vowels one Consonant 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল English Reading

International Phonetic Alphabet: (IPA)

English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Introduction English Grammar

Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ 

SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য

 Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

ইংরেজি অভিবাদন English Greetings Spoken English

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য Spoken English 

Next Post Previous Post