I'm, He's, She's, It's, We're, You're এর ব্যবহার

All Contraction List


ইংরেজিতে বাক্যকে ছোটো করে লেখার নিয়ম - Contraction (কনট্রেকশন)

জীবনে সুন্দরতা, সরলতা, শীঘ্রতা আর সংক্ষেপ আনার উদ্দেশ্যে মানুষ না জানি কতই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।অনুরাধা কে অনু, ভুবনেশ্বরকে ভূবন, দেবেন্দ্রকে দেবেন বলে ডাকার মধ্যে সেই একই প্রবৃত্তি কাজ করছে। ন্যূনতম শক্তি, সাধন ও সময়ের বিনিময়ে মানব জাতি সবাধিক আনন্দ আর লাভ পেতে চায়। তাঁরা সর্বত্র সংক্ষেপের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাষার মধ্যেও এই চেষ্টার দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। কখনও সংকেতের রূপে তো কোথাও বা শব্দ সংকোচনের মাধ্যমে। এইরূপ উদাহরণ পরস্পরের কথাবার্তার বিশেষ রূপে লক্ষ্য করা যায়।

শব্দ সংকোচনের কয়েকটি রূপের উদাহরণ এই ভাবে দেওয়া যেতে পারে:


Affirmative (হ্যাঁ-বোধক)

  • I am                     I'm (আয়ম্)
  • He is                    He's (হিজ্)
  • She is                  She's (শীজ্)
  • It is                      It's (ইট্স্)
  • We are                We're (উইর)
  • You are               You're (ইউর)
  • They are             They're (দের)

Negative (না-বোধক)

  • I am not                I'm not (আয়ম নট)
  • He is not               He isn't (হি ইজন্ট্)
  • She is not             She isn't (শী ইজন্ট্)
  • It is not                 It isn't (ইট ইজন্ট্)
  • We are not           We aren't (উই আরন্ট্)
  • You are not          You aren't (ইউ আরন্ট্)
  • They are not       They aren't (দে আরন্ট্)


Note:  aren't হচ্ছে am not-য়ের সংকুচিত রূপ আর প্রায় প্রশ্নবাচক বাক্যেই তার প্রয়োগ হয়।

 যেমন--Aren't I right? (আরস্ট আই রাইট?)


Has/Have/Had:

Affirmative

  • I have                  I've (আইভ)
  • We have             We've (উয়েভ)
  • You have            You've (ইউভ)
  • They have          They've (দেভ)
  • She has               She's (শীজ)
  • It has                   It's (ইট্স)
  • We had               We'd (উইড)
  • They had            They'd (দেড)
  • You had              You'd (ইউড)
  • He/She had        He/She'd(হী-শীড)
  • It had                  It'd (ইড)


Negative

  • You have not            You haven't (ইউ হ্যাভন্ট্)
  • They have not         They haven't (দেয় হ্যাভন্ট্)
  • She has not              She hasn't (শী হ্যাজন্ট্)
  • It has not                  It hasn't (ইট হ্যাজন্ট্)
  • We had not              We hadn't (উই হ্যাডন্ট্)
  • They had not           They hadn't (দে হ্যাডন্ট্)
  • You had not             You hadn't (ইউ হ্যাডন্ট্)
  • He/ She had not      He/She hadn't(হী/শী হ্যাডন্ট্)
  • It had not                  It'd not (ইটড নট)
  • I have not                 I haven't (আই হ্যাভন্ট্)
  • We have not            We haven't (উই হ্যাভন্ট্)

Will / Would:

Affirmative

  • I will                    I'll(আইল্)
  • I would               I'd(ইড্)

Negative

  • I will not                I won't(আই ওয়ান্ট্)
  • I would not           I wouldn't(আই উডেন্ট্)

Note   অন্য সর্বনামের সাথেও will আর would-তে 1নং-য়ের রূপই লাগে। is আর has য়ের সংকুচিত রূপ সমানই থাকে। He is = He's, She has = She's এই প্রকার had আর would এর সংকুচিত রূপ একই রকম থাকে।

I had = I'd; I would = I'd অন্য সহায়ক রিয়াদের (helping verb) নরর্থক শব্দের সংকুচিত রূপ হচ্ছে এইপ্রকার :


  • do not              don't (ডোন্ট্)
  • need not          needn't (নীডন্ট্)
  • does not          doesn't (ডাজন্ট্)
  • shall not          shan't (শান্ট্)
  • did not            didn't (ডিডিন্ট্)
  • should not      shouldn't (সুডান্ট্)
  • can not            can't (কান্ট্)
  • ought not to  oughtn't to (অটন্ট্ টু)
  • could not         couldn't (কুডন্ট্)
  • dare not           daren't (ডেয়ারেন্ট্)
  • may not           mayn't (মেয়ন্ট্)
  • used not           usedn't (ইউজডন্ট্)
  • must not          mustn't (মাস্টন্ট্)
  • did not use to     didn't use to  (ডিডন্ট্ ইউজ টু)

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation

The Sound of Tow Vowel

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ  Short Sound of Vowels one Consonant 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল

International Phonetic Alphabet: (IPA)

English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Introduction English Grammar

Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ 

SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য

 Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

ইংরেজি অভিবাদন English Greetings Spoken English

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য Spoken English 

Next Post Previous Post