Countable noun এবং Uncountable noun এর ব্যবহার
Common Noun কে দুইভাগে ভাগ করা যায়। Countable Nouns and Uncountable Nouns
Countable noun: Count শব্দের অর্থ গণনা করা। যে Noun-গুলি সংখ্যা দিয়ে গোনা যায় সেগুলি Countable noun বলে।
Countable Noun:apple, boy, bicycle, house, book, road, tree, cats, chairs, stools,crowd, army, flock of birds etc.
Uncountable noun:
আর যেগুলি সংখ্যায় শোনা যায় না সেগুলি Uncountable noun বলে।
Uncountable Noun: water, air, bread, money, wool, smoke, glass, rain, stone, tea, ice, ink, salt, sugar, happiness, friendship, knowledge, experience etc.
মনে রাখবে- happiness, friendship, knowledge, experience এ শব্দগুলো Abstract Noun | Abstract Noon Uncountable Noun এর অন্তর্গত।
crowd, army, flock of birds collective Noun Collective Noun হল Countable Noun-এর অন্তর্গত।
Note: Countable Noun-এর সঙ্গে a/an ব্যবহার করা যায়, কিন্তু Uncountable Noun-এর সঙ্গে a/an ব্যবহার করা যায় না। Countable Noun singular plural number for Uncountable Noun যেহেতু গণনা করা যায় না, সেজন্য তার singular plural হয় না।
Countable Nouns-Number
Singular Plural
apple apples
book books
handkerchief handkerchiefs
This is an apple, এটা একটা আপেল। I have two handkerchiefs. আমার দুটি রুমাল
These are apples, এগুলি আপেল। I love mountains. আমি পাহাড় ভালোবাসি।He is a boy. সে বালক। Leaves are green. পাতা সবুজ।
They are boys. তারা বালক। A cow is a quadruped animal. গোরু চতুষ্পদ প্রাণী। water, milk, steel, snow, love, cleverness 2f Uncountable Noun a বা an বসে না।
Part of Speech In English Grammar
This is water. (a water waters) I take milk (a/an (1) The almirah is made of steel. (a steel) Snow falls. (& snow/snows -1) Love is heaven. (Love- a/an ) Hatred is hell. You must put sugar in tea, not salt. (sugar e salt-wan ) Uncountable Noun কখনো কখনো Countable Noun রূপে ব্যবহৃত হয়। তখন তার অর্থ হয় আলাদা।
Uncountables Countables
ice (বরফ) ice (আইসক্রিম অর্থে জমাট
বাঁধা মিষ্টান্ন)
copper (তামা) copper (তামার পয়সা,
তামার পাত্র)
glass (কাঁচ) glass কাচের গোলাস।
iron (লোহা, ইস্ত্রি) irons লোহার শিকল, iron
ইস্ত্রী
tin (টিন) tin টিনের কৌটো
wood (কাঠ) wood বন, বৃক্ষরাজি
(plural-এ ব্যবহৃত)
Work(কাজ) work কারখানা, works
(রচনা বলী)
Ice is cold. Give me an ice, বরফ ঠান্ডা। আমাকে একখানা আইসক্রিম দাও। Copper is a metal. I have three coppers with me, আমার কাছে তিনটে তামার পয়সা আছে।
It is easy to break glass. কাচ ভাঙা সহজ। Glass is brittle. (কাচ ভঙ্গুর) I am thirsty. I want a glass of water. আমি তৃষ্মার্ত। আমি এক গ্লাস জল চাই। Iron is found in mines, face cene | Iron is a hard metal. I bought an iron yesterday to iron my clothes. গতকাল একটা ইঞ্জি কিনেছি। আমার
জামাকাপড় ইস্ত্রি করার জন্য (Iron (n) = ইস্ত্রি, iron (v) = ইস্ত্রি করা ) The prisoner was put in irons, বন্দিকে লোহার শিকল পরানো হয়েছিল।
Tin is not as valuable as iron. লোহার মতো টিন মূল্যবান নয়।
Put spices (মশলা) in tins. টিনের কৌটায় মশলা রাখ। I have a coloured tin.
I bought a ton of wood (কাঠ) He entered into the woods. সে বনে প্রবেশ করে।
I have no work at hand, আমার হাতে কাজ নাই। Work is worship.
I have Shakespeare's works with me. আমার কাছে শেক্সপিয়ারের রচনাবলি আছে। He works in an iron work. সে একটা লোহার কারখানায় কাজ করে।
Sugar, salt প্রভৃতি uncountable Noun এর পূর্বে a / an হয় না, কিংবা many, a few কিংবা one, two, three প্রভৃতি cardinal number যোগ হয় না, কিন্তু article / number * Countable Noun + of + Uncountable Noun এই ক্রমে Noun Phrase গঠন করা
Transitive Verb এবং Intransitive Verb কি?
Article/Number + Countable + of + Uncountable
A bag of sugar. (এক ব্যাগ চিনি).
Two bags of flour.(দুই ব্যাগ আটা).
A few bags of sugar. (কয়েক ব্যাগ চিনি).
Some bottles of milk.(কয়েক ব্যাগ দুধ).
For kilos of wheat.(চার কিলো গম).
৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation
ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়
ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)
বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)
একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ Short Sound of Vowels one Consonant
ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)
International Phonetic Alphabet: (IPA)
English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম
Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ
SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য
Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্
দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য
0 Comments