রাগ প্রকাশ ও ঝগড়ার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য । Daily use english sentences in bengali

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য - Daily use english sentences in bengali


 রাগের জন্য এবং ঝগড়ার কারণে যে Sentence গুলো ইংরেজিতে ব্যবহার করা হয়

1. Stop talking nonsense.  (স্টপ টকিং ননসেন্স ) 

বাজে কথা বলবে না।

ইংরেজিতে কথা বলার সহজ উপায়  👈


2. I know all your misdeeds. 
(আই নো অল ইয়োর মিসডীডস)

আমি তোমার সব অপকর্মের সাক্ষী।


3. His boss was extremely angry.  
(হিজ বস্ ওয়াজ এক্সট্রিমলী এ্যাংগ্রী)

ওর মনিব অত্যন্ত রেগে গিয়েছিল।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য 👈


 4. Is there any limit to your shamelessness?  
(ইজ দেয়ার এনি লিমিট টু ইয়োর শেমলেসনেস্?)

তোমার বেহায়াপনার কোনো সীমা আছে কি?


5. Of what use are the entreaties now?  
(অফ হোয়াট ইউজ আর দি এনট্রিটীজ নাউ?) 

এখন অনুরোধ করে কি লাভ?

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল 👈


6. I can never tolerate this insult.  
(আই ক্যান নেভার টলরেট দিস ইনসাল্ট।)

আমি এই অপমান কখনো সহ্য করব না।


7. You should be ashamed of yourself.  
(ইউ শুভ্ বি এ্যাশেড অফ ইয়োরসেলফ্)

তোমার লজ্জা হওয়া উচিৎ।


8. You are too smart.  
(ইউ আর টু স্মার্ট)

তুমি খুব চালু।


ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 
👈


9. You are an extremely cunning man. 
(ইউ আর অ্যান এক্সট্রিমলি কানিং ম্যান)

তুমি খুব চালাক মানুষ।


10. Shame on you.  
(শেম অন ইউ !)

ধিক্কার তোমাকে!


11. I don't want to see your face again. 
(আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস এগেন)

আমি আর তোমার মুখ দেখতে চাই না।

English Spelling Rules in Bengali 
👈


12. Don't talk nonsense. 
(ডোন্ট টক্ ননসেন্স)

বাজে বোকো না।


13. It's all your doing.  
(ইট্স অল ইয়োর ডুয়িং)

এসব তোমারই কর্ম।

14. It's all because of you. (ইস্ অল বিকজ অফ ইউ)

এ সব তোমার জন্যই হয়েছে।

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ 👈

15. You can't escape from this. (ইউ কান্ট এস্কেপ ফ্রম দিস্)

ভেবো না তুমি পার পেয়ে যাবে।

16. You don't deserve forgiveness./You can never be forgiven for this. 

(ইউ ডোন্ট ডিজার্ভ ফরগিভনেস্ ।/ইউ ক্যান নেভার বি ফরগিভ ফর দিস্)

তোমাকে কখনোই ক্ষমা করা হবে না।

17. You're responsible for this/that.  (ইউ আর রেস্পন্সিবল ফর দিস দ্যাট)

তুমিই এর জন্য দায়ী।


18. It is no use to give vent to anger.  
(ইট ইজ নো ইউজ টু গিভ ভেন্ট টু এ্যাংগার)

রাগ প্রকাশ করা বৃথা।

19. See, don't make me angry.  (সী, ডোন্ট মেক মী এ্যাংগ্রী)

দেখো! আমাকে রাগীও না।

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয় 👈

20. He bottled his anger at that moment.  (হী বটলড হিজ এ্যাংগার এ্যাট দ্যাট মোমেন্ট)

সেই সময় সে রাগ চেপে দিলো।

21. Did he get very angry with you?  (ডিড হী গেট ভেরী এ্যাংগ্রী উইথ ইউ?)

সে কি তোমার ওপর খুব রাগ করেছিল।

22. He spoke angrily, "Get out!" (হী স্পোক এ্যাংগ্রীলি, “গেট আউট!”)

সে রেগে বললে, "বেরিয়ে যাও।"

23. Your wife is very hot-tempered. (ইয়োর ওয়াইফ ইজ ভেরী হট-টেম্পার্ড)

তোমার স্ত্রী অত্যন্ত রাগী।

International Phonetic Alphabet: (IPA) 👈

24. Why are you cross with me, friend? (হোয়াই আর ইউ ক্রস উইথ মী, ফ্রেন্ড? )

বন্ধু, আমার ওপর রাগ কেন করেছ?

25. You are a very cunning fellow.  (ইউ আর এ ভেরী কানিং ফেলো)

তুমি অত্যন্ত চালাক।

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ  👈

26. They quarrelled on a trifle. (দে কোয়ারেলড অন্ এ ট্রাইফল)

তুচ্ছ ব্যাপারে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল।


27. Stop this chatter. (স্টপ দিস চ্যাটার)

এই বক বকানি বন্ধ কর।

28. Wrangling ensued between the two. (র‍্যাংগ্লিং এনস্যুড বিটুইন দি টু)

তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হল।


29. You will have to do this job willy nilly. (ইউ উইল হ্যাভ টু ডু দিস জব উইলি নিলি)

তুমি চাও বা নাচাও তোমাকে এই কাজটা করতেই হবে।

বাংলা নামের ইংরেজি বানান 👈

30. What did he quarrel over? (হোয়াট ডিড হী কোয়ারেল ওভার?) 

ও কি ব্যাপারে ঝগড়া করছিল?


31. Why should I involve myself in a quarrel? (হোয়াই শুড আই ইনভল্ভ মাইসেল্ফ ইন্‌ এ কোয়ারেল?)

আমি কেন একটা ঝগড়ার মধ্যে নিজেকে জড়াবো।

ওয়ান টু বানান ইংরেজিতে - 1 থেকে 100 ইংরেজি বানান 👈

32. Only you can make up the quarrel. (অনলি ইউ ক্যান মেক আপ্ দি কোয়ারেল)

শুধু তুমিই এই ঝগড়া মেটাতে পারো।


33. He has gone crazy. (হী হ্যাজ গন্ ক্রেজি)

ও ক্ষেপে গেছে।


34. She seems to be a quarrelsome lady. (শী সীমস্ টু বী এ কোয়ারেলসাম লেডী)

মহিলাটি ঝগড়াটে বলে মনে হয়।

Verb এর তিনটি রূপ উদাহরণসহ শিখুন 👈

35. Don't loose your temper. (ডোন্ট লুজ ইয়োর টেম্পার)

মাথা গরম করো না।


36. I am plagued. (আই এ্যাম প্লেগড্)

আমি অতিষ্ট হয়ে উঠেছি।


37. I have been pestered by you. (আই হ্যাভ বীন পেস্টারড বাই ইউ)

তুমি আমাকে বড়ো বিরক্ত করলে।


38. Beware, don't utter it again.  (বিওয়্যার, ডোন্ট আটার ইট্‌ এগেন)

সাবধান একথা আর মুখ থেকে উচ্চারণ করবে না।

I'm, He's, She's, It's, We're, You're এর ব্যবহার 

39. You are very short-tempered. (ইউ আর ভেরি শর্ট-টেম্পার্ড।)

তুমি অত্যন্ত রগচটা।


40. He has got on my nerves. (হি হ্যাজ গট অন মাই নাৰ্ভস্ )

সে আমায় তিক্ত বিরক্ত করে রেখেছে।

English এ প্রশ্ন জিজ্ঞাসা করার সহজ নিয়ম

41. Come what may. কাম্ হোয়াট্ মে ।

যায় হোকনা কেন।

English এ প্রশ্ন জিজ্ঞাসা করার সহজ নিয়ম 👈

42. What harm/wrong have I done to you? (হোয়াট হার্ম/রং হ্যাভ আই ডান্‌ টু ইউ ?)

আমি তোমার কি ক্ষতি করেছি?


43. You'll have to mend your ways. (ইউ'ল হ্যাভ টু মেণ্ড ইয়োর ওয়েজ।)

তোমার স্বভাব বদলাতে হবে।


44. Why do you quarrel with him unnecessarily? (হোয়াই ডু ইউ কোয়ারেল্ উইথ্ হিম্ আননেসেসারিলি।)

কেন মিথ্যে তার সাথে ঝগড়া করছ?

Countable noun এবং Uncountable noun সহজেই চিনে নিন 👈

45. Don't get excited. (ডোন্ট গেট্‌ এক্সাইটেড়।)

উত্তেজিত হয়ও না।

46. Settle the matter somehow.( সেটল দি ম্যাটার সামহাও)

যা করে হোক ব্যাপারটা নিষ্পত্তি করে ফেল।


47.Are you in your senses? (আর ইউ ইন্ ইয়োর সেনসেস্ ?)

তুমিকি পাগল হয়েছ?


48. Get out of my sight/Get lost ! (গেট্‌ আউট অফ মাই সাইট্/গেট্‌ লস্ট!)

আমার সামনে থেকে দূর হও।

Transitive Verb এবং Intransitive Verb কি? 👈

49. How are you concerned with our affairs ?( হাউ আর ইউ কনসার্নড উইথ্ আওয়ার অ্যাফেয়ার্স।)

আমাদের ব্যাপারে আপনাদের মাথা ব্যথা কিসের।


50. Now, put an end to controversy / Don't stretch the matter. (নাও, পুট এ্যান এণ্ড টু কন্ট্রোভার্সি।/ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার)

কথা বাড়িও না।


51. Go to hell.( গো টু হেল।)

নিপাতে যাও।


52. Let him mediate between the two parties. (লেট্‌ হিম মেডিয়েট্ বিট্‌উইন দ টু পার্টিজ)

একে মধস্থতা করে দিন।

article এর ব্যবহার  👈

53. The quarrel is settled. / The matter ends here. দি কোয়ারেল্ ইজ সেড্ /দ্য ম্যাটার এগুস্ হিয়ার। 

বিবাদ মিটে গেছে।

54.Now make up with each other. / Now be friends.( নাও মেক আপ উইথ ইচ আদার।/নাও বি ফ্রেণ্ডস্।)

এখন দুজনে মিটমাট করে ফেল।

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation

The Sound of Tow Vowel

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ  Short Sound of Vowels one Consonant 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল

International Phonetic Alphabet: (IPA)

English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Introduction English Grammar

Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ 

SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য

 Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

ইংরেজি অভিবাদন English Greetings Spoken English

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য Spoken English 

Next Post Previous Post