ইংরেজি বানানের নিয়ম - English Spelling Rules in Bengali

ইংরেজি শব্দের বাংলা বানানের নিয়ম English Spelling Rules in Bengali


ইংরেজি বানান উচ্চারনের সহজ নিয়ম-English Pronounciation rule

ইংরেজি স্বরবর্ণের উচ্চারণ ভালভাবে জেনে নেওয়া দরকার কেননা একই স্বরের বিভিন্ন প্রকারের উচ্চারণ হয় । যেমন A-এর উচ্চারণ অ,আ. এ. ও, এ্যা এই চাররকম হয়। E-এর উচ্চারণ এ, ই ও ঈ (EE হলে)- I এর উচ্চারণ ই হয় আয় কখন কখন অ-এর মত। 'O' দিয়ে অ, ও, উ, ও এর উচ্চারণ হয় এবং 'U' 'উ' ও 'আ' এর মতনও উচ্চারণ হয়। এই উচ্চারণগুলো রপ্ত করতে ভালই লাগবে আপনার।

 ইংরেজি বানান শেখার সহজ নিয়ম 

1. A এর উচ্চারণের নিয়ম:


A [a] এর উচ্চারণ প্রায়ই 'এ্যা', 'আ', 'অ', 'এ'-র
মত হয়।

A - [এ্যা] 

An [এ্যান]– এক

At [এ্যাট] – প্রতি

Lad [ল্যাড] – ছেলে।[কারও কোন বস্তুর]

Man [ম্যান] - মানুষ 

Rat [রাট] – ইঁদুর

Mad [ম্যাড] - পাগল

Stand [স্ট্যাণ্ড] - দাঁড়ানো

Ban [ব্যান] – প্রতিবন্ধ

A - আ

Car [কার] — গাড়ি 

War [ওয়ার] — যুদ্ধ

Far [ফার] – দূর

Are [আর] - - হয়

Part [পার্ট] – অংশ

Grasp [গ্রাপ] – অনুধাবন করা, বুঝতে পারা

Wall [ওয়াল]— দেওয়াল

ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

A - অ

Small [স্মল]– ছোট

All [অল] — সব

Call [কল] – ডাকা

For [ফর] - জন্য

Stop [স্টপ] — থামা

Top [টপ] — শিখর

Ware [ওয়্যার] - বাসনপত্র, কেনাবেচা জিনিস

Spare [স্পেয়ার] - - ছেড়ে দেওয়া, অতিরিক্ত

Care [কেয়ার ] — সামলান

Dare [ডেয়ার]- সাহস করা

Share [শেয়ার] — ভাগ

English Spelling Rules

A- এ

যদি 'A' র পরে 'I' বা 'Y' থাকে তবে 'A' র উচ্চারণ
'এ' র মত হয়।

Pay [পে] — বেতন

Stay [স্টে] - থাকা

Way [ওয়ে] – রাস্তা

Gay [গে]- প্রসন্ন

Brain [ব্রেন] — মস্তিষ্ক

Main [মেন] - প্রধান

ইংরেজি বানান শেখার সহজ কৌশল

2. E-এর উচ্চারণের নিয়ম:

'E' [e] দিয়ে 'এ'-র ও 'ই' ও 'ঈ'-র মত উচ্চারণ হয়।

E-e [এ]

Net [নেট্] – জাল

Sell [সেল্ ]— বিক্রি করা

Men [মেন্] – লোকেরা

Well (ওয়েল) মঙ্গল, কুয়ো

Leg [লেগ্] – পা

Then [দেন] – তখন

Wet [ওয়েট) - ভিজে

When [হোয়েন ) - কখন

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ

[উপরের দিয়ে বানান শব্দগুলো চট করে উচ্চারণ করতে e হয়। 'নেট'-কে বাংলায় 'বেশ'-এর মত যেন উচ্চারণ না করা হয়। অত্যন্ত হ্রস্ব এ ও শেষের অক্ষরটি হলন্ত উচ্চারণ করতে হবে।]

E [e] - ঈ

Be [বী] — হওয়া

We [উই] - আমরা

He [হী] – উনি, সে

She [শী]—তিনি, সে [স্ত্রীলিঙ্গ]

EE[e]—ঈ আরও দীর্ঘ

See [সী] — দেখা

Bee [বী] — মৌমাছি

Weep [উঈপ] — কাঁদা

Sleep [স্লীপ] — ঘুমোনো 

['e' ও 'ect দিয়ে লিখিত শব্দের উচ্চারণের পার্থক্যটা বুঝে নিন।]

Ea - [ea] - ঈ

Clean [ক্লীন] —পরিষ্কার করা

Meat (মীট) – মাংস

Heat [হিট] – গরম

Sea [সী] — সমুদ্র

['ea'-র উচ্চারণ 'e' ও 'ea'-র মাঝামাঝি]

The Sound of Tow Vowel

E [e] – যখন এই অক্ষরের উচ্চারণ হয় না । -
কোনও শব্দের শেষের অক্ষর E হলে, সেই Eটির উচ্চারণ হয় না। আর সেই E-এর আগের একটি বা একটির অধিক ব্যঞ্জনবর্ণ [Consonants) ছেড়ে যে স্বরবর্ণ [ Vowels] থাকে, সেই স্বরের উচ্চারণ দীর্ঘ হয়ে যায়। নীচে পূর্ববর্তী স্বর A. I. O, U-র সাথে অস্তিম বর্ণ E থাকলে সেই শব্দগুলির উচ্চারণ করার নিয়ম দেওয়া হল।

[a] পূর্ববর্তী স্বর A হলে তার উচ্চারণ দীর্ঘ 'এ' হয় ও অন্তিম E-র এর উচ্চারণ হয় না। যেমন

Shame [শেষ] — লজ্জা

Name [নেম] – নাম

Lame [লেম) খোঁড়া

Same [সেম ] - একই

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

[b] পূর্ববর্তী স্বর । হলে তার উচ্চারণ 'আই' হয়। E-এর উচ্চারণ হবে না। যেমন-


Wife [ওয়াইফ] — স্ত্রী

Nine [নাইন]- নয় (সংখ্যা)

White [হোয়াইট] – সাদা

Line (লাইন) রেখা

[c] পূর্ববর্তী স্বর O হলে তার উচ্চারণ দীর্ঘ 'ও' হবে ও E এর উচ্চারণ হবে না। যেমন–


Nose [নোজ] নাক

Hope [হোপ ] — আশা 

Smoke [স্মোক ] — ধোঁয়া 

Joke [জোক] পরিহাস 

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

[d] পূর্ববর্তী স্বর U হলে তার উচ্চারণ হবে 'উ' বা 'ইউ'র মত, ও E র উচ্চারণ হবে না। যেমন:

Rule [রূল ] — নিয়ম 

Tune [টিউন] — সুর

June [জুন] – মাসের নাম 

EW [ew] – ইউ

Tube (টিউব) – নল

Few [ফিউ] — কিছু 

New [নিউ] — নতুন

Sew [সিউ] — সেলাই করা

Dew (ডিউ] — শিশির

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

3. I এর উচ্চারণের নিয়ম:

1 [i] এর উচ্চারণ আই, ই ও কখন কখন আবার 'আ' এর মত হয়।

[I – ই [হ্রস্ব উচ্চারণ]

Ink [ইঙ্ক] কালি

Kill [কিল্] – হত্যা করা 

Ship [শিপ] — জাহাজ

Ill [ইল] অসুস্থ

I –আই

Kind [কাই] — দয়ালু

Mild [মাইলড্ ] কোমল, হাল্কা 

Behind[বিহাইণ্ড] – পেছনে

Mike [মাইক ] — মাইক্রোফোন:

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

I - আই

যদি । এর পর GH আসে তো। এর উচ্চারণ 'আই' বা 'আঈ' হয়।

Right [রাইট] ঠিক

Sight [সাইট] দৃষ্টি

Light [লাইট] —আলো, হাল্কা

Might [মাঈট] – শক্তি

Bright [ব্রাইট ] উজ্জ্বল

High [হাই] – উঁচু

I - আয়

Fire [ফায়র] আগুন

Admire [অ্যাডমায়ার] প্রশংসা করা

I- 'আ'

Firm [ফার্ম) – সংস্থা

First [ফার্স্ট] – প্রথম

[এই স্থলে 'আ'-এর উচ্চারণ হ্রস্ব হওয়া উচিত, অনেকটা "অ"-এর মত]

IE–ঈ

Receive [রিসীভ]-নেওয়া 

Achieve [অ্যাচিভ]-প্রাপ্ত করা।

Sieve [সিভ]-চালনী

Siege[সীজ]-ঘিরে ফেলা

বাংলা নামের ইংরেজি বানান

4.O এর উচ্চারণ করার নিয়ম:

O [o]-এর উচ্চারণ সাধারণতঃ 'অ', 'ও' 'উ' 'উ'-র মত হয়।

বলদ Ox [অক্ ]

Box (বক্স) - বাকস

Fox [ ফক্স] – খেঁকশিয়াল

Got [গট]—পেয়েছে, পেয়েছি

Hot [ইট] – গরম

On [অন] – ওপরে

Pot [পট] – পাত্র

Top (টপ) - শিখ

Dot [ডট] – বিন্দু

Not [নট] – না

Spot [স্পট] - দা

Drop [ফেলে দেওয়া)

Soft (সফট্]-নরম,মোলায়েম

God [গড ] — ঈশ্বর

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল 

O - ও দীর্ঘ উচ্চারণ

Cpen [ওপন] – খোলা

So [ সো] — অতএব

Hope [হোপ ] — আশা

No [না] না

Old [ওলড] – পুরাতন

Fold [ফালড] - গোটানো,

Sold [সোল্ড] - বিক্রীত

Gold [গোল্ড্ ] — বিক্রীত

Most [মোস্ট] বেশীর ভাগ

Home [হোম] – বাড়ি

Post [পোষ্ট] – ডাক

Joke [জোক] পরিহাস

O - ও [দীর্ঘ উচ্চারণ]

শব্দের শেষ অক্ষর W হলে উচ্চারণ আগের [ii] মতনই
হবে, তবে ঠিক অতটা দীর্ঘ হয় না।

Low [লো] — নীচু

Show [শো]— প্রদর্শন

Row [রো] – সারি

Crow [ক্রো] — কাক

Sow [সো] — বীজ বোনা

Bow [বো]–ঝুঁকে দাঁড়ানো

O–উ (হ্রস্ব উচ্চারণ]

Look [লুক্]– দেখা

Took [টুক] — নিয়েছিল

Book [বুক] – বই

Good (গুড] - ভাল

O–উ [দীর্ঘ উচ্চারণ]

Room [রূম ] — ঘর

Moon [মুন] — চাঁদ

Boot [বুট] – বুট

Noon [নুন] - দুপুর

Do [ডু] - করা

Shoe [সু] - জুতো

O– অ [ হ্রস্ব উচ্চারণ]

Son [সন] - পুত্র

Come [কাম] – এস

Ow–আও[হ্রস্ব উচ্চারণ]

How [হাও] — কেমন করে

Cow [কাও] – গরু

Now [নাও] — এখন

OY - অয়

Joy [জয়] – আনন্দ

Boy [বয়] – ছেলে

Toy [টয়] – খেলনা

OU - আওয়া

Our [আওয়ার] – আমাদের

Sour [সাওয়ার] — টক

Hour (আওয়ার) – ঘণ্টা

5. U উচ্চারণ করার নিয়ম:

U [u] উচ্চারণ হয় নিম্ন প্রকার মত 'আ' [খুবই হ্রস্ব), 'উ', - ‘উ’, 'ইউ', ও 'ইয়ো'।

U- আ [খুবই হ্রস্ব]

Up [আপ] – ওপরে

Cup [কাপ] – পেয়ালা

Tub [টাব] – বড় গামলা, স্নানাধার

Hut [হাট্] – কুঁড়েঘর

Fun [ফান্] – কৌতুক

Mud [মাড্] - কাদা

Must [মাস্ট] – অবশ্য

Sun [সান্] - সূর্য

Curd [কার্ড] - দই

Cut (কাট্) - কাটা

Dust [ডাস্ট] – ধূলো

Jump (জাম) – ঝাঁপানো

U- উ

Put [পুট] — রাখা

Pull] [পুল্] — টানা

Push [পুশ] — ধাক্কা দেওয়া

Puss [পুস] – বেড়াল

U – ইউ ; ইয়ো

Duty [ডিউটি] – কর্তব্য

Cure [কিয়োর] - সুস্থ করা

Durable [ডিউরেবল]-টেকসই

Sure [শিয়োর] – নিশ্চয়ই

6. Y উচ্চারণ করার নিয়ম:

এই ব্যঞ্জনবর্ণটির কখন কখন স্বরের মতনও উচ্চারণ হয়। প্রাচীন ইংরেজিতে Y কে স্বরবর্ণ হিসেবেই গণ্য করা হতো। কিন্তু ধীরে ধীরে I এই বর্ণটির স্থান নিয়ে নিয়েছে। মাত্র অল্প কয়েকটি স্থানে Y কে স্বরবর্ণ হিসেবে ব্যবহার করা হয়। যেমন:

Y - ই

Polygamy [পলিগ্যামি] - বহুবিবাহ

Policy [পলিসি] — নীতি

Felony [ফেলোনি]

ঘোরতম অপরাধ

Y - আয়

Tyre [টায়ার ] — টায়ার

Tyrant [টায়রাল্ট্] - অত্যাচারী

Typhoid ['টায়ফয়েড ]- আন্ত্রিক জ্বর

Y - আই

Dyke [ডাইক ] — বাঁধ

Type [টাইপ] – প্রকার

Dynasty [ডাইনস্টি] – রাজবংশ

Tycoon [টাইকুন]–বড় ব্যবসায়ী

স্মরণীয় [To remember]

1. fan, fall fail এই তিনটি শব্দতে 'a'র উচ্চারণ 'আ', 'অ' ও 'এ' র মত হয়। এইরকম অন্য শব্দ খুঁজুন শব্দগুলির উচ্চারণ করার নিয়ম অভ্যাস করুন।

2. wet, be, see — এই শব্দগুলিতে 'e' এর উচ্চারণ হয় 'এ' [ওয়েট), ই [বি] ও ঈ [স] এর মত। shame, line, I hope এ উহা থাকে তবে শব্দের প্রথমে স্বরবর্ণগুলির উচ্চারণ দীর্ঘ হয়ে যায়।

3.। এর উচ্চারণ যে [ খুবই] হ্রস্ব 'আ' এর মত হয় তা জানেন কি? দেখুন firm [ফার্ম) এর উচ্চারণ। এর কখনও কখনও 'আয়' এর মতনও উচ্চারণ হয়, যেমন fire [ফায়ার ]।

4.00 এর উচ্চারণ উ (দীর্ঘ) ত হয়ই যেমন room [রূম] [হ্রস্ব উ এ হয়। উদাহরণতঃ book [বুক], look [লুক,ইত্যাদি]।

5. o এর উচ্চারণ 'ও' এবং u এর উচ্চারণ 'ঔ' র মত ত হয়ই, কখন কখন কিন্তু খুবই হ্রস্ব 'আ' এর মতনও হয়। যেমন son [সন] — পুত্র ও sun [সান] - সূর্য। এই পাঠ থেকে আপনি ইংরেজি স্বরবর্ণের উচ্চারণ ভালভাবে করা শিখলেন। এখন ইংরেজি বই থেকে শব্দের উচ্চারণ করা শিখতে থাকুন।

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ 

৫ টি ভাওঅ্যাল্ এর উচ্চারণ Five vowel Pronunciation

The Sound of Tow Vowel

ইংরেজি দুটি একি বর্ণের উচ্চারণ কেমন হয়

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

একটি ব্যঞ্জনবর্ণ লইয়া স্বরবর্ণের হ্রস্ব উচ্চারণ  Short Sound of Vowels one Consonant 

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় (How to Improve English Reading)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায় 

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল

International Phonetic Alphabet: (IPA)

English Spelling Rules in Bengali ইংরেজি বানান শেখার সহজ নিয়ম

Introduction English Grammar

Word & Syllable in English Grammar শব্দ এবং শব্দাংশ 

SENTENCE IN ENGLISH GRAMMAR বাক্য

 Part of Speech In English Grammar পার্ট ওফ স্পীচ্

দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

ইংরেজি অভিবাদন English Greetings Spoken English

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য Spoken English 

Next Post Previous Post