ইজি স্পোকেন ইংলিশ - spoken english in bengali

Basic English speaking practice - Bangla to English

basic english speaking practice

  • এটা দারুন - it's great.
  • খুব ভালো - very well.
  • পরের বার - next time.
  • দ্রুত দৌড়াও - Run fast.
  • কোনো সমস্যা নেই - no problem.
  • তাড়াতাড়ি এসো - come fast.
  • ধীরে কথা বলো - speak slowly.
  • এখন না - not now.
  • অপেক্ষা করো - hold on.
  • আবার চিন্তা করো - think again.
  • এটা চমৎকার - that's wonderful.
  • ঘুমাতে চেষ্টা করো - try to sleep.
  • এটা আলাদা রাখো - keep it aside.
  • লুকাবে না - don't hide.
  • চলো দেখি - let's see.
  • কিন্তু কেনো - but why.
  • সময় বাঁচাও - save time.
  • আমাকে ক্ষমা করো - forgive me.
  • বিশ্বাস করো আমাকে - trust me.
  • কিছু বলবে না - don't say anything.
  • তোমার চারিদিকে তাকাও - look around you.
  • ওখানে রেখে দাও - keep it there.
  • তুমি কিছু জানো না - you know nothing.
  • আমি এটা জানি - I know it 
  • এটা আশ্চর্যজনক - that's amezing.
  • আতঙ্কিত হবেন না - don't be panic .
  • চলো শুরু করি - let's begin.
  • বাইরে যাও - go outside.
  • এটা নিজে করো - do it yourself.
  • এটা তোমার কর্তব্য - it's your duty 
  • আমি আশা করি - I hope.
  • এটা হতে পারে না - it can't be.
  • দেরি করো না - don't be late.
  • এই কাজটি করো - do this work.
  • কাজটা থামাও - stop the work.
  • এটা বন্ধ করো - stop that.
  • এটা পরিষ্কার কর - Clean it .
  • এখানে দেখ - Look here.
  • আমার দিকে তাকাও  - Look at me.
  • এটা ধরো - Hold it.
  • স্নান কর - Take a bath.
  • আমার হাত ধরো - Hold my hand
  • আর কিছু - Anything else.
  • তাড়াতাড়ি কর - Do it fast / Hurry up 
  • বসে পড়  - Sit down.
  • আমি দেখি - I see
  • আমি দেখেছি - I have seen 
  • এটা নতুন - It's new.
  • আমি জানি - I know.
  • আর কিছু না - Nothing else.
  • এগিয়ে যাও - go ahead
  • সময় শেষ - Time is up
  • মন দিয়ে শোনো - Listen carefully
  • আমাকে বলো - Tell me
  • আবার চেষ্টা করো - Try again
  • আমাকে দাও - Give me
  • আমার ভুল - My mistake 
  • এই আসছি - Just comming
  • খুব ভালো - Very well
  • অনেক আপেল - Many apples
  • অনেক দুধে - So Much milk 
  • বিশ্রাম নাও - Take rest
  • এখানে থামো - Stop here
  • তাড়াতাড়ি এসো - Come fast
  • আমাকে দেখাও - Show me 
  • তাকে ধরো - Catch him 
  • ভিতরে এসো - Come in.
  • সেখানে যাও - Go there.
  • এটা করো - Do it.
  • ফিরে এসো - Come back.
  • আমি যাই - I go.
  • ভালো ধারণা - Good idea
  • আমার এটা পছন্দ না - I don’t like it.
  • মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.
  • তুমি একটা প্রতারক - You are a cheat.
  • কি দারুণ চমক! - What a pleasant surprise!
  • অপদার্থ কোথাকার! - What a nuisance!
  • তুমি কত সুন্দর! - How beautiful you are!
  • তােমাকে আর বিশ্বাস করিনা - Don't believe you anymore.
  • কে ধারধারে! - But who cares!
  • ঐ সব বাজে কথা! - That's all nonsense!
  • তুমি আমাকে ভুল বুঝেছাে - You've understoodme wrongly.
  • নিঃশ্বাস আমার তুমি! - You are in my breath!
  • সেটা ঠিক - That's quite right.
  • আসলে তা নয় - Not really.
  • অন্য কিছুই না - Nothing else.
  • এ জীবনটা ভুলে ভরা - Life is full of mistake.
  • এটা আবার করো do it again.
  • তুমি যাও - you go.
  • আমি আসছি - I'm coming 
  • চুপ করে থাকো - keep quiet.
  • সে খায়- he eats.
  • এটা ওখানে রাখো - keep it there
  • একটি গাড়ি - a car
  • একটি কলম - a pen
  • আমার বাড়ি - my house
  • আমার গাড়ি - my car
  • ঠিক আছে - all right
  • কলমটা আনো - bring the pen
  • আমার সাথে বল - talk with me
  • আমার সাথে এসো - come with me
  • ডানে দেখো - look right
  • বেশ ভালো - pretty good
  • আমাকে সাহায্য করো - help me
  • আমার হাত ধরো - Hold my hand
  • এখন পড়ি - read now 
  • অবশ্যই - of course 
  • আমি চেষ্টা করব - I will try.
  • এটা খুব সহজ It's very simple
  • তুমি জানো - you know 
  • লজ্জা করো না - don't be shy
  • এটা আশ্চর্যজনক - That's amazing.
  • এটা কিছুই না - it's nothing 
  • চা নাও - take tea
  • আসল কথায় এসো - come to the point 
  • তুমি খাও- you eat.
  • এটা খাও - eat it
  • তুমি কত সুন্দর! - How beautiful you are!
  • আমি তোমাকে পছন্দ করি - I like you.
  • এটা সম্ভব নয় - It's not possible.
  • আমি তোমাকে সম্মান করি - I respect you.
  • সোজা হয়ে বসো - sit upright 
  • এখানে দেখ - Look here.
  • এই কাজটি করো - do this work.
  • আমাকে অনুমতি দাও - Allow me.
  • আমার আরো সময় দরকার - I need more time
  • আমাকে ক্ষমা কর - forgive me.
  • আমাকে ওটা দিন - Give me that.
  • এটা হল্কা ভাবে ধরো - take it easy
  • আমাকে কথা দাও - Promise me.
  • সাথে এসো - come along.

দৈনন্দিন ব‍্যবহারে ইংরেজি বাক‍্য

ইংরেজিতে কথা বলার সহজ উপায়

দ্রুত ইংরেজি বলার সহজ উপায়

English এ প্রশ্ন জিজ্ঞাসা করার সহজ নিয়ম

রাগ প্রকাশ ও ঝগড়ার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি বাক্য

প্রতিদিনের ব্যবহৃত ৫০ + ইংরেজি বাক্য

spoken english sentences everyday

শিশুদের ইংরেজি বানান শিক্ষা

ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ

I'm, He's, She's, It's, We're, You're এর ব্যবহার

বাংলা নামের ইংরেজি বানান। (Bengali To English Name Translate)

ইংরেজি যুক্ত বর্ণ (English Jukto Barno)

ইংরেজি রিডিং শেখার সহজ উপায়

ইংরেজি রিডিং শেখার সহজ কৌশল English Reading


Next Post Previous Post